বিনোদন ডেস্ক : প্রত্যাশা ছিলই। আর সে প্রত্যাশা পূরণে নিরাশ করলেন না ছবির পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী প্রত্যেকেই। কেন টাবুকে 'ইন্টালেকচুয়াল ম্যানস্ উওম্যান' বলা হয়, তা আরো একবার প্রমাণ করলেন তিনি। 'হায়দর'-এর পর এবার 'ফিতুর'। সংযত সংলাপে অনবদ্য অভিনয়। তাকে পেয়ে যোগ্যসঙ্গ দিয়ে গিয়েছেন ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর। ইতিমধ্যেই ছবির একটি দৃশ্যের জন্য সংবাদের শিরোনামে চলে এসেছেন।
চার্লস ডিকেন্সের উপন্যাস 'গ্রেট এক্সপেকটেশন'- এর অবলম্বনে তৈরি এই ছবির চিত্রনাট্য। কাশ্মীরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর তারমধ্যে ক্যাটরিনা ও আদিত্য রয় কাপুরের রোম্যান্স যে দর্শককে মোহিত করে রাখবে তা বলার অপেক্ষা রাখেনা।
তেরাে বছর বয়সের নূর, কিশোরী ফেরদৌসের প্রেমে পাগল। মাঝে একমাত্র বাধা তাদের দুজনের আর্থ-সামাজিক অবস্থান। এই ভাবেই ছবির গল্প এগোতে থাকে। কিন্তু এরই মধ্যে বাধা হয়ে দাঁড়ান আরো একজন। ফেরদৌসের মা, বেগম (টাবু)। যে তার জীবন কালে প্রেম-ভালোবাসায় ব্যর্থ। প্রেমের প্রতি তার অসম্ভব বিদ্বেষ। মেয়ের সম্পর্ককে কোনো ভাবেই মেনে নিতে নারাজ তিনি। নূরকে অপমান করেন বেগম। কাশ্মীর ছেড়ে দিল্লি চলে আসে নূর। তারপর কি হল? নূর কি আবার ফিরবে কাশ্মীরে, যেখানে রয়েছে তার প্রিয়তমা ফেরদৌস? সব বাধা উপেক্ষা করে নূর-ফেরদৌসের চার হাত কি এক হবে? টান টান উত্তেজনায় এভাবেই এগোতে থাকে 'ফিতুর' ছবির চিত্রনাট্য।
বরফাবৃত ভূস্বর্গকে ছবির লোকেশন হিসেবে বেছে নেয়া নিঃসন্দেহে পরিচালক অভিষেক সেনের অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। আর তার সঙ্গে সুপ্রতীক সেনের লেখা সংলাপ। কিশোর নূর ও ফেরদৌসের চরিত্রে মোহাম্মদ আবরার ও তুনিশ শর্মার অভিনয়ও যথেষ্ট পরিণত। সেইসঙ্গে অরিজিত্ সিং, সুনিধি চৌহান, অমিত ত্রিবেদীর গলায় ছবির গানগুলি অসাধারণ। দুর্দান্ত ছবির কস্টিউমও। সবমিলিয়ে ভ্যালেন্টাইন উইকএন্ডে 'ফিতুর'-এ পয়সা উশুল হবেই। এই আশা অবশ্যই করতে পারেন 'ফিতুর' ছবির টিম।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই