বিনোদন ডেস্ক : আমরা সবাই ভারতীয়, এটাই আমাদের একমাত্র ধর্ম হওয়া উচিত, এমনই মন্তব্য করেছেন বলিউড অভিনেতা নানা পটেকর।
সোজা সাপটা কথা বলার জন্য পরিচিত তিনি। এবার মহারাষ্ট্রের কোঙ্কনে সিধুদূর্গা জেলায় একটি স্কুলের অনুষ্ঠানে ধর্ম নিয়ে নিজস্ব মত জানজাতে গিয়ে ওই কথা বলেন তিনি।
তিনি বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরকমভাবে ভাবারই তো প্রয়োজন নেই। জন্মের সময় মানুষ কি তার ধর্ম সঙ্গে করে নিয়ে জন্মায়?
তিনি বলেন, প্রত্যেক ধর্মেই মানুষের মধ্যেই ঈশ্বর সন্ধানের কথা বলা হয়। প্রত্যেক মানুষের মধ্যেই এক হিরো ও এক ভিলেন থাকে। তাই কোনও মানুষ হিরো হবে, না ভিলেন হবে, তা-তার ওপরই নির্ভর করছে। তোমার মানবিকতা তোমাকে পরিতৃপ্ত করবে।
সম্প্রতি মহারাষ্ট্রে ঋণের বোঝা না মেটাতে পেরে আত্মঘাতী কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য করে তার সংস্থা ‘নাম ফাউন্ডেশন’।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন