শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৬:৫৭

আজ হুমায়ূন ফরিদীর ৪র্থ মৃত্যু বার্ষিকী

আজ হুমায়ূন ফরিদীর ৪র্থ মৃত্যু বার্ষিকী

বিনোদন ডেস্ক : চারিদিকে যখন চলছিল বসন্ত উৎসব, তখন প্রচণ্ড অভিমান নিয়েই না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের শক্তিমান অভিনেতা হুমায়ূন ফরীদি।

কিংবদন্তী এই অভিনেতা ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান। আজ তার চতুর্থ মৃত্যু বার্ষিকী। তিনি একাধারে মঞ্চ-টিভি ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। নিজস্ব অভিনয় প্রতিভায় দারুণ জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। পারিবারিকভাবেই তার মৃত্যুবার্ষিকী পালন করা হবে বলে জানা গেছে।

হুমায়ুন ফরীদির এক বর্ণাঢ্য অভিনয় জীবন ছিল। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করে তিনি দেশ-বিদেশের লাখো-কোটি ভক্তের মনে আসন করে নিয়েছিলেন।

১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেন ফরীদি। ছাত্রাবস্থাতেই ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হন। এরপর ধীরে ধীরে নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় শুরু করেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

হুমায়ুন ফরীদি মঞ্চ নাটক, টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে স্বকীয় বৈশিষ্ট্য অর্জনে সক্ষম হয়েছিলেন। ফরীদি তার কয়েক দশকের কর্মময় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, 'শ্যামল ছায়া', 'জয়যাত্রা', 'আহা!', 'হুলিয়া', 'একাত্তরের যীশু', 'দহন', 'সন্ত্রাস', 'ব্যাচেলর' প্রভৃতি।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে