শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৩৫:১৪

ভালোবাসার নাটকে তাহসান ও জন

ভালোবাসার নাটকে তাহসান ও জন

বিনোদন ডেস্ক : তাহসান ও জন, দুইজনই গানের মানুষ। বিশেষ দিবসে অভিনয়ও করেন তারা। স্ব স্ব ক্ষেত্রে এই দু’জনই বেশ জনপ্রিয়। এবার এই জনপ্রিয় দুই তারকাকে দেখা যাবে ভালোবাসা দিবসের নাটকে।

‘ক্লোজআপ’ কাছে আসার গল্পে নির্মিত ‘হাতটা দাও না বাড়িয়ে’ শিরোনামের নাটকে তাদের এক সাথে দেখা যাবে। তাদের সহশিল্পী হিসেবে আছেন মেহজাবিন।

আফসানা কাশেম মিমির গল্প থেকে এ নাটকটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে এ নাটকটি।

তাহসান ও জনকে শেষ দুই বছর আগে দেখা গিয়েছিল ঈদের জন্য নির্মিত ‘অ্যাডিকশন’ নাটকে।

গল্পে দেখা যাবে, কিন্তু তার ভেতরের কষ্টগুলোকে কেউ বোঝে না, বুঝতে পারে না তাকেও। এমন সময় তার জীবনে আসে ছোট্ট জোহান, যার মুখ চেয়ে কষ্ট ভোলে সে, পুরোদস্তুর মা হয়ে বাচ্চাটাকে সামলায়। কিন্তু অনীষাকে সারাজীবন সামলে রাখবে কে? কেউ কি আসবে তার জীবনে? উত্তর জানতে হলে দেখতে হবে ‘হাতটা দাও না বাড়িয়ে’ নাটকটি।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে