বিনোদন ডেস্ক : স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে একা বলেই দাবী করছেন বলিউডের কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশন। তিনি বর্তমানে একাই বসবাস করছেন মুম্বাইয়ের জহুতে।
তবে তার ফ্ল্যাটে অন্য কারো উপস্থিতি নাকি টের পাওয়া যাচ্ছে। আর এ নিয়েই চলছে জল্পনা। তাহলে কার সাথে বসবাস করছেন হৃত্বিক? এখন এমন প্রশ্নই বলিউডজুড়ে।
সম্প্রতি তার নতুন ছবি ‘মহেঞ্জেদারো’র শুটিং সেটে মারাত্মকভাবে শারীরিক আঘাত পেয়েছেন হৃত্বিক রোশন। তিনি এখন চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।
এদিকে হৃত্বিকের অসুস্থতায় তার ফ্ল্যাটে নিয়মিতই চলছে বন্ধু এবং আত্মীয়দের আসা-যাওয়া। তবে একটি সূত্র দাবী করছে, হৃত্বিকের সাথে আপাতত তিনজন বসবাস করছেন। তবে কে সেই তিনজন? তার প্রেমিকা?
আপাতত এমন চিন্তাই তো মাথায় ঘুর ঘুর করছে, এটাই স্বাভাবিক। তবে না, এ তিনজনের একজনও হৃত্বিকের প্রেমিকা নন। এরা তিনজনই তার বাবুর্চি। কি, হাঁফ ছেড়ে বাঁচলেন তো? খুব ভরকে গিয়েছিলেন নিশ্চয়?
তা তিনজন বাবুর্চি কেন? ভাবছেন এমনটাই তো? হুম, বিশ্রামের সময়টুকুতে যা ইচ্ছা তাই খাওয়ার জন্য এই তিন তিন জন বাবুর্চি রাখা হয়েছে। এদের মধ্যে একজন ইতালীয়, একজন ভারতীয় এবং একজন চাইনিজ খাবার রাঁধতে পটু। তারা হৃত্বিকের পছন্দের খাবার রান্না করে থাকেন।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন