বিনোদন ডেস্ক : দুটি ছবির নাম এবার নির্ধারণ করলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। ছবির গল্প শুনে এ নাম তিনি চুড়ান্ত করেন। এর একটি হচ্ছে ‘আপন মানুষ’ আর অন্যটি হচ্ছে ‘অন্তর জ্বালা’।
জানা গেছে, নির্মাতা শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ ছবিটির নাম পাল্টে রাখা হয় ‘আপন মানুষ’ আর মালেক আফসারির ‘নসিব’ পাল্টে রাখা হয় ‘অন্তর জ্বালা’। আর এ দু’টি নামই চুড়ান্ত করেছেন পরীমনি। এ নিয়ে পরীমনিও বেশ উচ্ছ্বসিত।
পরীমনি বলেন, ‘আলাদা আলাদাভাবে দুটি ছবির ক্ষেত্রেই একই অবস্থা হয়েছে। পরিচালকের মুখে গল্প শোনার পর হুট করেই নাম দুটি আমার মনে আসে। আর নাম দুটি আমার মুখ থেকে শোনার পর দুই পরিচালকই আশ্চর্য হয়েছেন। তারা খুশি হয়েই নাম দুটি নিয়েছেন।’
শাহ আলম মণ্ডল বলেছেন, ‘আমার ছবির নাম ছিল “ভালোবাসার চেয়ে একটু বেশি”। শুটিংয়ের আগে পরীমনি ছবির গল্প শুনতে চাইল। গল্প শোনার পর একটু চুপ থেকে ও বলল, আচ্ছা ছবির নামটি “আপন মানুষ” রাখলে হয় না! আমিও দেখলাম নামটি গল্পের সঙ্গে ভালো মানিয়ে যায়। তাই এই নামটিই রেখে দিলাম।’
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন