শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৯:১৮

বলিউডের যে ৫ দম্পতির এবারই প্রথম ভ্যালেন্টাইন্স ডে

বলিউডের যে ৫ দম্পতির এবারই প্রথম ভ্যালেন্টাইন্স ডে

বিনোদন ডেস্ক : বলিউডে অনেক তারকাই আছেন বিয়ে করেছেন, কিন্তু এখনও এক বছর হয় নি। এবারই তারা বিয়ের পর প্রথম পাচ্ছেন ভ্যালেন্টাইন্স ডে । তাই এসব দম্পতির জন্য এবারের ভ্যালেন্টাইন্স ডে একটু ভিন্ন রকম। তাই এ নিয়ে তারাও খুব উচ্ছ্বসিত।

তাহলে কারা সেই তারকা? জানতে নিশ্চয় ইচ্ছে করছে? তাহলে আসুন জেনে নিই বলিউডের তেমন পাঁচটি দম্পতির কথা, যারা বিয়ের পর এবারই পালন করতে চলেছেন ভ্যালেন্টাইন্স ডে।

১। সোহা আলি খান এবং কুনাল খেমু - দুজনই এত ব্যস্ত যে, হানিমুনটাও করার সময় পাননি। ১৪ ফেব্রুয়ারি সম্ভাবত একসঙ্গেই কাটাবেন দুজন।

২। অর্পিতা খান এবং আযুশ শর্মা - সলমন খানের বোন অর্পিতার বিয়ে নিয়ে কম উন্মাদনা হয়নি। এবার তাঁরাও দুজন প্রথম ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন একসঙ্গে।

৩। বীর দাস এবং শিবানী মাথুর - কমেডিয়ান অভিনেতা বীর দাস এবং তাঁর সুন্দরী স্ত্রী শিবানী মাথুরও এবারই প্রথম বিয়ের পর একসঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন।

৪। দিয়া মির্জা এবং সাহিল সাঙ্গা - গত বছরই বিয়ে করেছেন দুজনে। কিন্তু বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে তাঁদের জীবনে এই প্রথম।

৫। কুনাল কাপুর এবং নয়না বচ্চন - বলিউড অভিনেতা কুনাল এবং বচ্চন পরিবারের সদস্য নয়নারও বিয়ের পর এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে কাটানো।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে