শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪৯:০৪

ছোট্ট মেয়েটির আশা পূরণ করলেন সালমান খান

ছোট্ট মেয়েটির আশা পূরণ করলেন সালমান খান

বিনোদন ডেস্ক : শিশু দেখলে যিনি স্নেহমাখা দুর্বলতা অনুভব করেন না, এমন মানুষ পাওয়া ভার।  শিশুদের প্রতি সুপারস্টার সালমান খানের রয়েছে তো এক ধরনের আলগা দরদ।  শিশুদের প্রতি তার কতোটা যে ভালোবাসা তা বোঝা গেল সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখে।  সেই ছোট্ট মেয়েটির আশা পূরণ করলেন সালমান খান।

মাত্র ক’দিন আগে পুনে কলেজের একটি ইভেন্টে সালমান খান বলেছিলেন যে, বিয়ে না করলেও অন্তত তিন চারটি ফুটফুটে সন্তান চাই।  তার এমন মন্তব্যই বলে দেয়, শিশুদের প্রতি তার ভালোবাসা কতটুকু।  সদ্য ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে যাওয়ায় সেখানেও শিশুদের প্রতি সালমানের মমত্ববোধ ফুটে উঠেছে।

ভিডিওতে অসংখ্য মানুষের সঙ্গে দেখা যায় সালমানকে।  তাকে ঘিরে রেখেছে অগনিত ভক্ত।  ভিড় ঠেলে একটি ছোট্ট মেয়ে এগিয়ে আসছিল সালমান খানের সঙ্গে ছবি তুলতে।  

কিন্তু এত মানুষের মধ্যে সালমানের নাগাল পেল না ছোট্ট মেয়েটি।  তবে ঘটনাটি সালমানের চোখ এড়ায়নি।  পরক্ষণই মেয়েটিকে ডেকে আনেন তিনি। ছবি তোলেন তার সঙ্গে।  ছোট্ট ভক্তকে সালমান দুই হাতে ভিড়ের মধ্যে নিজের কোলেও তোলে নেন।

সালমানকে ছেড়ে যাওয়ার আগে মুখভর্তি হাসি নিয়ে প্রাণোচ্ছ্বল ছোট্ট ভক্তটি আবার ভিড়ের মাঝে মিশে যায়।  এমন দৃশ্য নিশ্চয় সালমান ভক্তদের আবেগাপ্লুত করবে।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে