রবিবার, ১২ মে, ২০২৪, ০৮:০৪:৩১

তবে কী ফেঁসে যাচ্ছেন কারিনা কাপূর?

তবে কী ফেঁসে যাচ্ছেন কারিনা কাপূর?

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান। তার অভিনয় ও লুক নিয়ে প্রায় সবসময়ই আলোচনায় থাকেন তিনি। অভিনয় ছাড়াও বই লিখেছেন তিনি।

কারিনা কাপুর তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন। তার ভক্তরাও এ বই নিয়ে যথেষ্ট উৎসাহ প্রকাশ করেছেন। এবার সেই বইয়ের জন্যই আইনি নোটিশ পেলেন এই নায়িকা। তবে কী ফেঁসে যাচ্ছেন কারিনা কাপূর?

কারিনার লেখা বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। বইয়ের শিরোনামে বাইবেল শব্দটির ব্যবহারে আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের জনৈক সমাজকর্মী। তার অভিযোগের ভিত্তিতেই ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি কারিনাকে আইনি নোটিশ পাঠিয়েছে।

বিচারপতি গুরপাল সিংহ অহলুওয়ালিয়ার সিঙ্গেল বেঞ্চ কারিনা এবং তার বইটির প্রকাশকের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে। কেন বাইটির শিরোনামে বাইবেল শব্দটি ব্যবহার করা হয়েছে, আদালত দুপক্ষের কাছে তার নেপথ্য কারণ জানতে চেয়েছে।

অভিযোগকারীর পিটিশনে বলা হয়েছে, সারা পৃথিবীতে বাইবেল খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ এবং তার সঙ্গে কারিনা কাপুর খানের মাতৃত্বকালীন অবস্থার তুলনা অযৌক্তিক। পিটিশনে দাবি করা হয়েছে, বইটির সস্তা প্রচার করার স্বার্থেই কারিনা এমন নামকরণ করেছেন।

২০২১ সালে প্রকাশিত এ বইতে কারিনা তার মাতৃত্বকালীন অবস্থার বিভিন্ন অভিজ্ঞতা লিখেছেন। হবু মায়েদের অনুপ্রেরণা হয়ে ওঠার জন্যই তিনি এ বইটি লিখেছিলেন। অভিযোগকারী প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করার চেষ্টা করেন।

কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে, তারপর তিনি নিম্ন আদালতের দ্বারস্থ হন। সেখানেও সুবিধা না পেয়ে তিনি অতিরিক্ত দায়রা আদালতে যান। কিন্তু আদালত তার অভিযোগের নেপথ্যে যথেষ্ট প্রমাণ

এখন পর্যন্ত কারিনা এ নোটিশ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। আগামী ১ জুলাই এ মামলার পরবর্তী শুনানি বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে