শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৮:৪৮

হুমাকে ভ্যালেন্টাইনস গিফট পাঠিয়ে ফের আলোচনায় সালমান

হুমাকে ভ্যালেন্টাইনস গিফট পাঠিয়ে ফের আলোচনায় সালমান

বিনোদন ডেস্ক : বলিউডের একমাত্র ব্যাচেলর খান সালমানের বিয়ের গুজব নিয়ে জল ঘোলা কম হয়নি। তবে এবার জানা গেলো সত্যি ঘটনাটি। বলিউডের দাবাং খান এবার কি সত্যিই বিয়ে করতে চলেছেন? গতকালই বলিউড সুপারস্টার সালমান খানের মুখ থেকে শোনা গিয়েছিল এমনই কথা। তিনি বলেন, 'প্রথমে আমি ভাবতাম, আমার বিয়ের বয়স হয়নি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার বিয়ের বয়স পেরিয়ে এসেছি। আমি খুশি...এবার বিয়েটা আসলে করে নিতেই হবে। বোন অর্পিতার বিয়েও হয়ে গেছে, এবার আমার পালা। আমার কাছে আর কোনো অপশন নেই।'

এমন কথা শোনার পর সাংবাদিক এবং সালমান ভক্তরা কি আর বসে থাকার উপায় আছে? খুজতে শুরু করে দিয়েছে কে হচ্ছেন আমাদের ভাইজানের জীবন সঙ্গী? ঐশ্বরিয়া থেকে শুরু করে ক্যাটরিনা, লুলিয়া অনেকের নামই শোনা গিয়েছে। কিন্তু আজও ভাইজান একাই রয়ে গিয়েছেন। অথচ যাদের নাম জড়িয়েছে তার মানের সাথে তারা সবাই এখন কারোনা কারো জীবন সঙ্গী হয়ে গিয়েছে। অথবা প্রেমিক নিয়ে সুখেই আছেন, কিন্তু ভাইজান ভাইজানই রয়ে গিয়েছেন।

তবে এবার মনে হয় পালে একটু নতুন হাওয়া লেগেছে! এবার ভাইজানের নামের সাথে শোনা যাচ্ছে বলিউড নায়িকা হুমা কোরেশির কথা! সম্প্রতি হুমাকে বিং হিউম্যানের একটি কিটস উপহার হিসাবে পাঠিয়েছেন সালমান খান। গিফটের সেই ছবি নিজের সোশ্যাল নেটওয়াকিং সাইটে পোস্ট করেছেন হুমা কুরেশি। আর এটা নাকি সালমানের পক্ষ থেকে হুমাকে ভ্যালেন্টাইনস গিফট! তার মানে কি?

তবে কিছুদিন আগে হুমার সঙ্গে সালমানের ছোট ভাই সোহেল খানের সম্পর্ক নিয়ে বলিউড পাড়ায় জল ঘোলা কম হয়নি। অনেকে মনে করছেন সালমানের এই গিফট খান পরিবারের হুমার প্রবেশের পথ নিশ্চিত করতেই। তবে এই ব্যাপারে মুখ খুলতে নারাজ দুপক্ষই। তার মানে, ঘটনা কোন দিকে যাচ্ছে একটু বুঝে নিন।

আপাতত সালমান ব্যস্ত আছেন সুলতানের শুটিংয়ে। একমুখে খোঁচা-খোঁচা দাড়ি, ছোট করে কাটা চুল, পেশীবহুল চেহারা, চোখমুখে হিংস্রতা। কিছুদিন আগেই নিজের ট্যুইটার ওয়ালে ‘সুলতান’-এর ফাস্ট লুক ঝুলিয়ে ছিলেন সালমান খান।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে