শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৫:৪২

ফের বন্ধ হয়ে গেল শাহরুখের ‘রইস’-এর শুটিং!

ফের বন্ধ হয়ে গেল শাহরুখের ‘রইস’-এর শুটিং!

বিনোদন ডেস্ক : সঠিক অনুমোদন না থাকায় বন্ধ হয়ে গেল শাহরুখ খানের আগামী ছবি 'রইসে'র শ্যুটিং। শনিবার গুজরাতের আমদাবাদে রইসের শ্যুটিং করার কথা ছিল কিং খানের। সেইমতো সব ব্যবস্থাও হয়ে গিয়েছিল। কিন্তু যেখানে শ্যুটিং হওয়ার কথা ছিল, সারকেজ রোজা নামে সেই জায়গা প্রাচীন সভ্যতার নিদর্শনের মধ্যে পড়ে। এরকম জায়গায় শ্যুটিং করতে হলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুমতির প্রয়োজন।

টিম রইস স্থানীয় প্রশাসনের কাছ থেকে শ্যুটিং-এর অনুমতি নিলেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে অনুমতি নেয়নি। এএসআই কর্মকর্তারা তাই শ্যুটিং বন্ধ করে দেন। কিং খান শ্যুট করতে আসবেন, তাই স্থানীয় লোকজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। এর আগে অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খুলে রইসের শ্যুটিং চলার সময় বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের মুখে পড়েছিলেন শাহরুখ। এদিন তাই আগেভাগেই ৪০০ পুলিশকর্মী মোতায়েন করেছিল প্রশাসন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে অনুমতি নিয়ে রবিবার সারকেজ রোজায় শ্যুট করবেন শাহরুখ। এই ছবির একটি গানের শ্যুটিং-এর জন্য পাক অভিনেত্রী মাহিরা খান আহমেদাবাদ আসবেন বলে শোনা যাচ্ছে।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে