শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২২:২৬

সানিকে নিয়ে ড্যানিয়েলের ভালোবাসা দিবসে পরিকল্পনা

সানিকে নিয়ে ড্যানিয়েলের ভালোবাসা দিবসে পরিকল্পনা

বিনোদন ডেস্ক : একবার দু’জনে মিলে আলো-আধারিতে রোম্যান্টিক ডিনার করেছিলেন। আরেকবার তো প্রেমের নেশায় পাগল হয়ে প্যারাশুট জাম্প করেছিলেন। কিন্তু এবার কি করবেন সানি-ড্যানিয়েল? না প্ল্যানটা এখনই জানান নি। কিন্তু সানির জন্য এবছর ভ্যালেন্টাইনেও হাটকে কিছু ভেবে রেখেছেন ড্যানিয়েল। আপাতত ভিড় থেকে দূরে দু’জনে কিছুটা সময় একা কাটাতে পাড়ি দিয়েছেন লস অ্যাঞ্জেলসে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছেন, ‘আমি প্রতিবার সানির জন্য ভ্যালেন্টাইন ডে-তে কিছু স্পেশাল করে থাকি। এবছরও প্ল্যান রয়েছে’। সেই সঙ্গে তিনি আরো বলেন, ‘আমাদের রিলেশনে আমি গিফট গিভার। আমি সানির জন্য যাই কিনে আনি ও হাসি মুখে বলতে থাকে ওটার ওর খুব প্রয়োজন ছিল’।

সম্প্রতি মুক্তি পেয়েছে সানি অভিনীত ‘মস্তিজাদে’ সিনেমাটি। পরিচালক থেকে প্রযোজক সানি এখন বলিউড পাড়ার তুরুপের তাস। বলিউড পাড়ার শোনা যাচ্ছে ‘কাবিল’- ছবিতে হৃতিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সানিকে।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে