শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৫:৩৮

বসন্ত বরণে নাদিয়া-নাঈম

বসন্ত বরণে নাদিয়া-নাঈম

বিনোদন ডেস্ক : হলুদ শাড়িতে লাল পাড়।  হাতে-পায়ে আলতা।  গাঁদা-গোলাপ ফুলের গয়না।   মুখের সাজে ন্যাচারাল লুকটা যেন অন্যরকম।  গাঢ় রঙের লিপস্টিকে মাথায় ফুলের গয়না আর কপালে লাল টিপ। নিজেকে সাজিয়ে তুলেছেন পছন্দমতো ফুল দিয়ে।  গাঁদা, গোলাপ, রজনীগন্ধা তো আছেই।  

ফুলের গয়নার তালিকায় নিত্য-নতুন গয়নার নকশা।  পুঁতি, পাথর, ফিতা এমনকি জারদৌসির নকশা করা গয়না পরছেন অনেকে।  কাঁঠগোলাপ ও কাঁঠবেলির শাড়ির সঙ্গে মিলিয়ে রং-বেরঙের অর্কিড।

বসন্তকে বরণ করে নিতে কতজনই কতভাবে সেজেছেন।  অন্যরকম সাজে নববধূ নাদিয়া।  শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় বসন্তবরণ অনুষ্ঠানে দেখা মিললো নাঈম-নাদিয়ার

ছোটপর্দার জনপ্রিয় তারকা নাদিয়া ও এফএস নাঈম।  গত ১৪ জানুয়ারি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।  দুই শিল্পীর প্রেম ও বিয়ের ঘটনা নিয়ে এখনো আলোচনা চলছে।  এসবের মধ্যেই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় বসন্তবরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই নবদম্পতি।

এবারের বসন্তের আবেদনটা তাদের কাছে যেন অন্যরকম।  তাই সাত সকালেই বসন্তের সাজে হাজির হয়েছিলেন বকুল তলায়।  ভক্তদের সঙ্গে বসন্তকে উদযাপন করতেই তাদের আগমন।  

এ বছর বসন্ত উৎসবটা নাঈমের কাছে একটু স্পেশাল।  কারণ প্রিয় মানুষটি আজ তার সঙ্গে।  প্রতিবার বসন্তে বকুল তলায় একা একা হাঁটতেন তিনি। এবার নাদিয়াকে পাশে পেয়ে অন্যরকম নাঈম।

তাদের প্রথম পরিচয়টা বছর দুয়েক আগে।  মিজানুর রহমান লাবুর নাটকের মধ্যদিয়ে।  সহশিল্পী হিসেবে যতটুকু দরকার ততটুকুই কথা হয়েছিল।  কথা যা ছিল তার স্ক্রিপ্টেই লেখা ছিল।  কিন্তু এখন তারা স্ক্রিপ্টের একবারে বাইরে।
রোজ রোজই দুজন দাপিয়ে বেড়ান উত্তরা-দিয়াবাড়ি।  

নাঈমের বাবা একজন সরকারী কর্মকর্তা।  অফিসিয়াল এক অনুষ্ঠানে বাবা-মার সঙ্গে হাজির হয়েছিলেন নাঈম।  সেই অনুষ্ঠানে হুট করেই নাদিয়ার সঙ্গে দেখা।  সঙ্গে ছিলেন তার মা।  নাদিয়ার সঙ্গে বাবাকে পরিচয় করিয়ে দেন নাঈম।

নাঈমের বাবা আবিষ্কার করে ফেললেন নাদিয়ার মা তার পূর্ব পরিচিত।  দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।  তবে অনেকদিন পর দেখা। দেখাটা যে এভাবে হবে কল্পনাও করেননি।  নাদিয়াকে দেখেই পছন্দ করেন নাঈমের বাবা।

তাতে নাঈমও না করেননি।  বাবার বন্ধুর মেয়ে বলে কথা।  ব্যস, সেদিনই এনগেজমেন্ট।  তারপর বিয়ে।  নববধূকে নিয়ে নাঈম আজ বকুল তলায়।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে