বিনোদন ডেস্ক : মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলি পরিচালিত ছবি 'বাহুবলী দ্য বিগিনিং'। তবে রোজগার এখানেই থেমে যাচ্ছে না। রাজু হিরানির দেখানো পথেই হাঁটছেন রাজামৌলি। এক সঙ্গে ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে বাহুবলী।
প্রসঙ্গত, ভারতে মুক্তি পাওয়ার প্রায় ১ বছর পরে 'পিকে' চীনে মুক্তি পেয়েছিল ৫ হাজার স্ক্রিনে। চীনেও বিপুল পরিমাণ ব্যবসা করেছিল 'পিকে'। তবে পরিস্থিতি যা তাতে আরো বড় অঙ্কের ব্যবসা করতে পারে বাহুবলী। প্রথম ভারতীয় ছবি তো বটেই প্রথম তেলেগু ছবি হিসাবে চীনে এতগুলো স্ক্রিনে এক সঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি।
আরো আগেই মুক্তি পাওয়ার কথা ছিল, তবে ইস্টার ফিল্মসের (যাদের সৌজন্য চীনে মুক্তি পাচ্ছে ছবিটি) সঙ্গে ডেট নিয়ে সমস্যা থাকায় শেষ পর্যন্ত চলতি মাসে মুক্তি পেতে চলেছে। এর আগে আরো ৩০টি দেশে বাহুবলী মুক্তি পেয়েছে। সব জায়গায়ই ভালো সাড়া পেয়েছে। চীনেই অবশ্য থামছে না ছবিটি। এর পরেও আরো বেশ কয়েকটি দেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির দ্বিতীয় ভাগটিরও জোরকদমে শ্যুটিং চলছে। আগামী বছরের শুরুতেই সেই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই