বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসকে অনেকেই স্মরণীয় করে রাখতে চায় । কেউ চায় ভালোবাসার মানুষটির কাছে নিজেকে সপে দিতে। কেউবা আবার শুরু করে পাশাপাশি পথ চলতে । এবার যিনি পথ চলা শুরু করলেন তিনি আর কেউ নন– হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।
আজ রবিবার ভালোবাসা দিবসের প্রথম প্রহরে বাগদান সম্পন্ন হল পরীমণির। অনেকটা হঠাৎ করেই বাগদান ঘটল চাঁদপুরে। পরীমণি বর্তমানে গিয়াসউদ্দিন সেলিমের 'স্বপ্নজাল' ছবিতে আভিনয়ের জন্য সেখানেই আছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, 'আমি নিজেও বুঝতে পারিনি কি করে কি হয়ে গেল। ভালোবাসা আসলেই এক আজব জিনিস। এতদিন পর্দায় বুঝেছি। এবার বাস্তবে অনুধাবন করলাম। সারলাম বাগদান।'
এত তাড়াহুড়া কেন জানতে চাইলে পরীমণি বলেন, 'ভাই রে, ঐ যে বললাম এটা এক আজব জিনিস । মন থেকে সাড়া পেলাম, তাই হয়ে গেলো। তাছাড়া ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতেই এ সিদ্ধান্ত।'
পাত্র সম্পর্কে জানতে চাইলে স্মিত হেসে পরীমণি বলেন, 'এ বিষয়টা না হয় একটু রহস্যেই থেকে যাক। শিগগির ঘটা করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নিমন্ত্রণে এসে জেনে নিবেন। দেখে নিবেন আমার হবু বরকে। তবে এতটুকু আশ্বস্ত করতে পারি, পাত্র মিডিয়ার কেউ নন । সে পেশায় একজন ব্যবসায়ী। প্রায় চার মাস যাবৎ তার সাথে পরিচয়। ইতিমধ্যে আমরা একে অপরকে বুঝতে চেষ্টা করেছি। দেখিয়েছি প্যাশন। ব্যাটে বলে মিলে যাওয়াতে বাগদানটা হয়ে গেলো।'
পরীমণি আরও বলেন, 'শনিবার রাতে হঠাৎ চাঁদপুরে এসে উপস্থিত হয় আমার হবু বর। ভালোবাসা দিবসের প্রথম প্রহরে আমার অনামিকায় আংটি আর গলায় নেকলেস জড়িয়ে দেয়। আমিও তার অনামিকায় বাগদানের চিহ্ন একে দেই। অর্থাৎ পরিয়ে দেই আংটি । বন্ধু বান্ধব ও শুটিং স্পটের সবাইকে অবাক করে দিয়ে বাস্তবেই এমন ঘটনা ঘটল। আমাদের ভালোবাসা ইতিহাস হয়ে রইবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।' -বিডি প্রতিদিন
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস