রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৪:৩৮

আজ তাহসানের সাথে অনস্ক্রিন রোমান্স করবেন শাফা

আজ তাহসানের সাথে অনস্ক্রিন রোমান্স করবেন শাফা

বিনোদন ডেস্ক : আজ রাতেই দেখা যাবে তাহসানের সাথে সাফার প্রেম এবং তাদের কাছে আসার গল্প। কিভাবে তারা একে অপরের প্রেমে পড়লেন। কিভাবে এলেন একজন আরেকজনের কাছে।

এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘তোমায় ভেবে লেখা’। ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত ও টম ক্রিয়েশন্স-এর প্রযোজনায় বিপ্লব দাশের গল্পে নির্মিত নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটি ভালোবাসা দিবসে আরটিভিতে প্রচারিত হবে রাত ৮টা ১০ মিনিটে।

এদিকে তাহসানের সাথে অনস্ক্রিন প্রেম করতে পেরে বেশ উচ্ছ্বসিত শাফা। এটাই তাহসানের সাথে তার প্রথম নাটক। তবে এখানে তাদের সাথে আরও আছেন নুসরাত ইমরোজ তিশা।

শাফা জানিয়েছেন, ‘তাহসান ভাই অনেক ভালো মানুষ। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে খুব হেল্পফুল। ছোটবেলা থেকেই তাহসান ভাই-তিশা আপুর নাটকগুলো দেখতাম। খুব ভালো লাগতো। আমিই যে তাহসান ভাইয়ের সঙ্গে অভিনয় করবো এটা কখনোই ভাবিনি। এটা আমার কাছে এক্সাইটিং ব্যাপার।’
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে