বুধবার, ২২ মে, ২০২৪, ১১:৪৯:৩৬

সুচিত্রার কাছে মৃত্যুর আগে যা চেয়েছিলেন উত্তমকুমার, সেই ইচ্ছা পূরণ হয়নি

সুচিত্রার কাছে মৃত্যুর আগে যা চেয়েছিলেন উত্তমকুমার, সেই ইচ্ছা পূরণ হয়নি

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার স্বর্ণালি যুগের দুই স্তম্ভ উত্তমকুমার এবং সুচিত্রা সেন। সেই ‘সাড়ে চুয়াত্তর’ থেকে শুরু করে ‘প্রিয় বান্ধবী’… মাঝে ‘হারানো সুর’, ‘সপ্তপদী’–উত্তম-সুচিত্রা জুটির কোনও বিকল্পই তৈরি হয়েনি আজ পর্যন্ত। 

অনেকে মনে করতেন, উত্তমের সঙ্গে বুঝি সুচিত্রার প্রেম ছিল পর্দার পিছনেও। সমালোচক এবং দর্শক উভয়ই বিশ্বাস করতেন, বাস্তবে প্রেম না থাকলে পর্দায় সেই রসায়ন কিছুতেই ফোটানো সম্ভব নয়। 

উত্তম-সুচিত্রার অফ-স্ক্রিন সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে, হচ্ছে এবং আগামীতেও হবে। যদিও এ বিষয়ে উত্তমকুমারই মুখ খুলেছিলেন একবার।

উত্তম নাকি তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, “কে বলল আমি রমার প্রেমে পড়িনি? রমাকে ভাল না বেসে থাকা যায় নাকি? তবে খুব বুদ্ধিমতী মেয়ে রমা। কী বলেছিল জানো? বলেছিল, আমরা যদি প্রেমিক-প্রেমিকা হয়ে পড়ি, তাহলে স্বপ্নের প্রেমিক-প্রেমিকা ইমেজটায় চোট লাগবে। আমাদের ছবি তেমন আর চলবে না। দর্শক আমাদের আর রোমান্টিক জুটি হিসেবে গ্রহণ করবেন না।”

১৯৮০ সালের শুট হয়েছিল উত্তম কুমারের জীবনের শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’র। ওই ছবির শুটিংয়ের সময়েই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। ২৪ জুলাই বেলভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহানায়ক। তাঁর প্রয়াণে বিহ্বল হয়ে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি, অগণিত গুণগ্রাহী, ভক্তরা। আর মহানায়িকা সুচিত্রা সেন? কী অবস্থা হয়েছিল তাঁর মনের? তিনি যে উত্তম কুমারের শেষ ইচ্ছাটা রাখতে পারেননি।

বাংলা সিনেমার চিরকালীন সেরা জুটির তকমা নিঃসন্দেহে পাবেন উত্তম-সুচিত্রা। পেশাগত জীবনে যতই চোরা প্রতিযোগিতা থাকুক না কেন, তাঁরা জুটি বাঁধলেই যেন পর্দায় ম্যাজিক হত। সেই ইন্দ্রজাল বিস্তৃত হয়েছিল দুজনের ব্যক্তিগত জীবনেও। গুঞ্জন বলে, বাস্তবিকই একে অপরের প্রতি আকৃষ্ট ছিলেন উত্তম সুচিত্রা।

একসঙ্গে যেমন বহু ছবি করেছেন তাঁরা, শেষের দিকে আবার ভেঙে গিয়েছিল আইকনিক জুটি। শোনা যায়, উত্তম কুমারের প্রয়াণের পর তাঁর অভাবেই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেন সুচিত্রা সেন। দুজনের মধ্যে এতটাই টান ছিল যে মহানায়কের শেষ ইচ্ছাটাও জড়িয়ে ছিল সুচিত্রার সঙ্গে।

শোনা যায়, ‘আলো আমার আলো’ ছবিতে সুচিত্রার অভিনয় দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ইচ্ছা প্রকাশ করেছিলেন দেখা করার। কিন্তু চূড়ান্ত ব্যস্ততার কারণে সে সময়ে দেখা করতে পারেননি সুচিত্রা সেন। কথা দিয়েছিলেন পরে দেখা করবেন। তিনি কি আর তখন টের পেয়েছিলেন যে দেখা আর হবে না?

এক সপ্তাহ পরেই প্রয়াত হন উত্তম কুমার। অভিনেতার সঙ্গে শেষ দেখা না করতে পারার আক্ষেপ কোনোদিন যায়নি সুচিত্রা সেনের। মহানায়কের মৃত্যুর পরেই ধীরে ধীরে নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন তিনিও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে