বিনোদন ডেস্ক : সম্ভবত এ বছরেই বিয়েটা সেরে ফেলতে পারেন বলিউডের আলোচিত প্রেমিক জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বর্তমানে তাদের রকম-সকম দেখে তাই মনে করছেন সকলেই। তাই প্রশ্ন উঠেছে, ঠিক কবে বিয়ে করছেন রণবীর ও দীপিকা?
একজনের প্রতি আরেকজনের টান, ভালোবাসা মোহ বলিউডে একের পর এক চমক সৃষ্টি করেই চলেছে। সম্প্রতি দীপিকা রয়েছেন কানাডাতে হলিউড ছবি ‘ট্রিপল এক্স’ এর শুটিং এ। আর ভারত থেকে সেখানে ছুটে গিয়েছেন রণবীর দু’জন মিলে ভ্যালেন্টাইন ডে পালন করবেন বলে। এ কি একজন প্রেমিকার জন্য কম কিছু?
গত মাসে একটা অ্যাওয়ার্ড ফাংশনে দু’তরফের বাবা-মাকেই এক সঙ্গে এই কাপলের সঙ্গে হাসি মুখে সময় কাটাতে দেখা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীপিকা-রণবীরের বাড়ির লোকজনের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল এই সম্পর্কে তারা বেজায় খুশি।
নাম প্রকাশে অনিচ্ছুক দু’জনেরই এক পরিচিত জানিয়েছেন ‘পরিবারতো রাজিই, এখন শুধু অপেক্ষা মিঞা-বিবির সম্মতি’।
তবে কিছু প্রশ্ন কিন্তু এখনও রয়ে যাচ্ছে। দু’জনকে এক সঙ্গে সব জায়গাতে দেখা গেলেও দীপিকা প্রকাশ্যে এখনও এই সম্পর্ককে ‘জাস্ট ফ্রেন্ড’-আওতা মুক্ত করতে নারাজ।
এই বলি ডিভার এক বন্ধু জানিয়েছেন ‘দীপিকা এই মুহূর্তে কেরিয়ারের তুঙ্গে। এখন বিয়ে নিয়ে কিছুই ভাবছে না ও। ভাবা উচিত্ও নয়। এর আগে রণবীর কপূরের সঙ্গে নিজের সম্পর্কের কথা খোলাখুলি জানিয়ে বেশ ভুগতে হয়েছিল দীপিকাকে। নিজের ব্যক্তিগত জীবন আর ‘বাজারি’ করার কোনও ইচ্ছাই নেই ওর।’
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন