রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৮:০৫

দুই নৌকায় পা রেখে চলছেন ক্যাটরিনা!

দুই নৌকায় পা রেখে চলছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সাথে ক্যাটরিনা কাইফের বিচ্ছেদ নতুন কোন খবর নয়, এ এখন পুরনো। তবে নতুন খবর হল কি করবেন ক্যাটরিনা? কেন না তিনি তো এখন দুই নৌকাতেই পা দিয়ে আছেন।

একিদেকে বিচ্ছেদের পর তিনি পুনরায় সাবেক প্রেমিক সালমান খানের সাথে ঘনিষ্ঠ হচ্ছেন। ডিনার থেকে শুরু করে মধ্যরাতেও যাচ্ছেন লং ড্রাইভে। আবার বিচ্ছেদের পরও রণবীর কাপুরের সঙ্গে সিনেমার শুটিং এ অংশ নিচ্ছেন।

এদিকে এমন যখন অবস্থা, তখন প্রশ্ন উঠেছে, ক্যাটরিনার সাথে কি রণবীর কাপুরের বিচ্ছেদটা পাকাপাকিই হয়ে গেছে? নাকি তিনি তার পুরনো প্রেমিক সালমান খানের কাছেই ফিরে যাচ্ছেন?

সম্প্রতি শ্যুটিং-এর সেটে গিয়ে ক্যাটরিনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন সালমান। তার পরে একটু রাতের দিকে ক্যাটরিনার কাজ শেষ হতেই দু’জনে বেরিয়ে পড়েন।

জানা গিয়েছে, দু’জনে গিয়েছিলেন লং ড্রাইভে। এর পরেই মাথাচাড়া দেয় পুনর্মিলনের তত্ত্ব। এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, বিচ্ছেদের পরেও কিন্তু সালমান এবং ক্যাটরিনার সম্পর্কে তিক্ততা আসেনি। বরং, দু’জনই বরাবর শ্রদ্ধাশীল থেকেছেন একে অপরের প্রতি।

এদিকে শোনা যাচ্ছে বিচ্ছেদের জন্য ক্যাটরিনা এবং রণবীর কাপুর অভিনীত ‘জগ্গা জাসুস’-এর শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল। তবে সেই শ্যুটিং ফের শুরু করেছেন। শ্যুটিং-এর ফাঁকে নাকি দু’জনকে গল্পও করতে দেখা গিয়েছে।

ক্যাটরিনা যে ব্যক্তিগত জীবনের টানাপড়েনকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতে চান, তা পরিষ্কার। কেননা, শ্যুটিং-এ তিনি এসেছেন বাউন্সার পরিবৃত হয়ে। এভাবে ক্যাটরিনাকে আগে কখনও দেখা যায়নি।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে