বিনোদন ডেস্ক : কে প্রথম ভালোবেসেছিল? হিল্লোল না নওশীন? এই তারকা জুটি দু’জন দু’জনকে ভালোবেসেই বিয়ে করেছিলেন। কেমন ছিল তার সে প্রেম? কিভাবে, কখন কে কার প্রেমে পড়েছিলেন?
আলোচিত এই তারকা দম্পতি আজ ভালোবাসা দিবসে সে গল্পই বলবেন ‘মাছরাঙা’ টেলিভিশন-এর পর্দায়। এই টিভি চ্যানেলে ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমবাহিনী’ শিরোনামে অনুষ্ঠানে তারা বলবেন তাদের সম্পর্কে না জানা অনেক কথা। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় প্রচারিত হবে। মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম।
এ আয়োজনে আরো থাকবেন তারকা সংগীতশিল্পী ইবরার টিপু ও মিথিলা ইবরার দম্পতি।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন