রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫০:১৪

শাহরুখ খানের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

শাহরুখ খানের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় দারুণ বিপাকে আছে শাহরুখ খান। প্রতি মুহুর্তেই তাকে নানা ঝামেলায় পড়তে হচ্ছে। এর মধ্যে তার নতুন ছবি ‘রইস’র শুটিং বন্ধ করে দেয়া হয়েছে। আর এবার তার গাড়িতে চালানো হলো হামলা!

রবিবার সকালে ভারতের আহমেদাবাদে শাহরুখ খানের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তবে সেইসময় গাড়িতে ছিলেন না শাহরুখ খান। ঘটনায় অভিযোগের তির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যদের বিরুদ্ধে।

দেশজুড়ে চলা অসহিষ্ণুতা ইস্যুতে গত বছর মুখ খুলেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তা নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়। একে একে শাহরুখের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতারা।

কয়েকদিন আগে গুজরাটের আহমেদাবাদে "রইস"-এর শুটিং চলার সময় বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের মুখে পড়েছিলেন শাহরুখ। এবার তাঁর গাড়িতে হামলার অভিযোগের উঠার পর পরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাড়ানো হয়েছে কিং খানের নিরাপত্তা। তবে এখনও পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে