রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০০:১১

ভালোবাসার দিনে ভালো নেই যেসব তারকা

ভালোবাসার দিনে ভালো নেই যেসব তারকা

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস প্রেমিক-প্রেমিকার মনে যেমন প্রেম আনে, তেমন কোন কোন প্রেমিক হৃদয় কিন্তু জ্বলে বিরহের অনলে। কেউ প্রকাশ করেন। কেউ করেন না। এই মুহুর্তে বলিউড তারাকাদের অনেকেই এই দিবসটি বেশ ঘটা করেই সেলিব্রেট করছেন। আবার কেউ বিরহে কাতর হয়ে আছেন।

তাহলে কারা ভালো নেই ভালোবাসা দিবসে? বলিউডের এমন কিছু তারকার খবরই তুলে ধরা হচ্ছে এখানে।

সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়ছে হৃত্বিক ও সুজানের মধ্যে। এখন তারা দু’জন থাকছেন আলাদা আলাদাভাবে। বিচ্ছেদের আগে প্রতিটি ভালোবাসা দিবসই তারা কাটিয়েছেন এক সাথে। এবার পৃথক। আর এই পৃথককরণের কারণে তারা মোটেও ভালো নেই।

এছাড়াও রণবীর ও ক্যাটরিনা গত চার বছর ধরে চুটিয়ে প্রেম করে আসছিলেন। কাটিয়েছিলেন একসাথে ভালোবাসা দিবস। কিন্তু সম্প্রতি তারাও বিচ্ছেদ ঘটিয়েছেন। যে কারণে তারাও আছেন আলাদাভাবে। যদিও ক্যাটরিনা তার নতুন ছবি ‘ফিতুর’ এর প্রমোশন নিয়ে ব্যস্ত। কিন্তু রণীব কাপুর এখন একদমই ভালো নেই ক্যাটকে ছাড়া।

অন্যদিকে সদ্য বিচ্ছেদ হয়েছে ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মধ্যে। বর্তমানে আনুশকা ব্যস্ত আছেন সালমান খানের নতুন ছবি ‘সুলতান’ এর শুটিং নিয়ে। বিরাট আছেন খেরার মাঠে। বিচ্ছেদ না ঘটলে নিশ্চিত তারাও একসাথে এই দিনটি সেলিব্রেট করতেন। কিন্তু বিচ্ছেদের কারণে তা আর সম্ভব হয়ে উঠল না। ফলে বলাই যায় যে, তারাও ভালো নেই ভালোবাসার এ দিনে।

এদিকে এগারো বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কারিশমা কাপুর। স্বামী দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারা দুজনে সমাঝোতার ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় আলাদা হয়েছেন। আগের বছরগুলোতে ভালোবাসা দিবসে স্বামী-সন্তান নিয়ে ঘুরে বেড়ালেও এবার কারিশমাকে একাই সময় কাটাতে হচ্ছে।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে