বিনোদন ডেস্ক : কলকাতার আলোচিত ছবি ‘রাজকাহানি’তে বিতর্কিত দৃশ্যে অভিনয় তরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন জয়া আহসান। সেই বিতর্ককে পাশ কাটিয়ে আবারও তিনি একটি সিনেমায় বিতর্কিত দৃশ্যে অভিনয় করছেন।
কলকাতার খ্যাতিমান নির্মাতা অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ সিনেমাতে জয়া আহসানকে দেখা যাবে বিতর্কিত দৃশ্যে অভিনয় করতে। এতে তার বিপরীতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য।
জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা কাহিনী অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ঈগলের চোখ’। এতে দেখা যাবে নারী দ্বারা কিভাবে পুরুষরাও নিগ্রহের শিকার হয়, তা এখানে তুলে ধরা হয়েছে। ছবির প্রধান চরিত্রের শাশ্বত চট্টোপাধ্যায় ছোট বেলা থেকেই নারীদের দ্বারা নিগ্রহের শিকার। যার ফলে সে বড় হয়ে নারীদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।
এ ছবিতে অনির্বাণ ভট্টাচার্যর চরিত্রের নাম বিষাণ। বিষাণের স্ত্রীর চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। তবে এ ছবিতেও থাকছেন ‘রাজকাহিনী’র সেই শাশ্বত চট্টোপাধ্যায়ও। ছবির মিউজিক করবেন বিক্রম ঘোষ। সিনেম্যাটোগ্রাফার সৌমিক হালদার। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই ছবিটির শুটিং শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন