বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই শোনা যাচ্ছে— ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। ২০২২ সালে জোর গুঞ্জন চাউর হয়, জহির ইকবালের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। যদিও পরবর্তীতে বাগদানের খবরটি উড়িয়ে দেন এই নায়িকা।
গত কয়েক দিন সোনাক্ষী-জহিরের বিয়ের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও নীরব সোনাক্ষী-জহির। এবার মুখ খুললেন সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনৈতিক শত্রুঘ্ন সিনহা।
এবারের লোকসভা নির্বাচনে আসানসোল আসনে তৃণমূলের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন শত্রুঘ্ন। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। সেখানে জুম টিভিকে শত্রুঘ্ন বলেন, ‘নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমি দিল্লিতে এসেছি, এখনো দিল্লিতে রয়েছি। মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে আমি কারো সঙ্গে কথা বলিনি। বিয়ের বিষয়ে সোনাক্ষী আমাকে কিছু বলেনি। সোনাক্ষী যদি বিয়ের বিষয়ে আশ্বস্ত করে, তবে আমি ও আমার স্ত্রী গিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করে আসব। আমরা তার মঙ্গল কামনা করি।’
ব্যাখ্যা করে শত্রঘ্ন সিনহা বলেন, ‘আমরা সোনাক্ষীর বিচারবুদ্ধির ওপরে ভরসা রাখি। সে কখনো সংবিধান বর্হিভূত ও বেআইনি সিদ্ধান্ত নিতে পারে না। প্রাপ্তবয়স্ক হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অধিকার রয়েছে। আমার মেয়ে যখন বিয়ে করবে তখন আমি নাচব।’
‘খামোশ’খ্যাত অভিনেতা শত্রুঘ্ন বলেন, ‘আমার কাছের মানুষেরা আমাকে প্রশ্ন করেছেন, কেন আমি আমার মেয়ের বিষয়ে সজাগ থাকি না এবং মিডিয়াও তাই করছে। আমি শুধু বলতে চাই, আজকালের ছেলে-মেয়েরা বাবা-মায়ের কাছে অনুমতি নেয় না, তারা কেবল খবরটি জানায়। আমরাও খবরটি পাওয়ার জন্য অপেক্ষা করছি।’
সোনাক্ষী সিনহা হিন্দু ধর্মের অনুসারী আর জহির ইকবাল মুসলিম। ধর্ম ভিন্ন হওয়ায় এ জুটির প্রেম-বিয়ে নিয়ে বেশ চর্চা চলছে। নেটিজেনদের ধারণা— এ ব্যাপারটি হয়তো পছন্দ হয়নি শত্রুঘ্ন সিনহার।
সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’। সঞ্জয় লীলা বানসালি নির্মিত সিরিজটি গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন— সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।