রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০৬:৩১

মারা গেলেন ব্যান্ড দলের সবাই

 মারা গেলেন ব্যান্ড দলের সবাই

বিনোদন ডেস্ক : মারা গেলেন ব্রিটিশ ব্যান্ড ‘ভায়োলা বিচ’-এর সবাই।  গান আর গিটার-ড্রামসে সুইডিশ শ্রোতাদের মাতাতে গিয়ে চিরতরে হারিয়ে গেলেন তারা।  

সুইডেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্যান্ড দলটির সবাই।
‘ইন্ডিপপ’ ঘরানার চমৎকার উপস্থাপনায় আর মঞ্চ মাতাবেন না ক্রিস লিওনার্ড, রিভার রিভস, টমাস লোও এবং জ্যাক ডাকিন।

একটি সংগীত উৎসবে যোগ দিতে সুইডেন গিয়েছিলেন তারা।  দেশটির রাজধানী স্টকহোমের কাছেই শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ভায়োলা বিচের চার সদস্যের বহনকারী গাড়িটি একটি ব্রিজের ওপর থেকে ৮২ ফুট নিচে পড়ে যায়।  এতে তারা সবাই নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ।

গত বছর নিজেদের প্রথম অ্যালবাম ‘সুইংস অ্যান্ড ওয়াটারস্লাইডস’ প্রকাশের পর পরিচিতি পেতে শুরু করে চার নবীনের ব্যান্ড ভায়োলা বিচ।

নিজেদের প্রতিভা তুলে ধরতে বিবিসির অনুষ্ঠান ‘বিবিসি ইন্ট্রোডিউসিং’ এ এসেও শ্রোতাদের মাতিয়েছিলেন তারা।

তাদের এই অকাল মৃত্যুতে শোকে বিহ্বল সংগীতানুরাগী ও ব্যান্ডটির অসংখ্য ভক্ত।  টুইটার-ফেসবুকে শোক আর স্মৃতিতে শুধুই ভায়োলা বিচ।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে