বুধবার, ১২ জুন, ২০২৪, ১২:০৬:২৬

এবার তাহসান-মিথিলার ‘বাজি’

এবার তাহসান-মিথিলার ‘বাজি’

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটেছে দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের। সম্প্রতি ‘বাজি’ নামের একটি ওয়েব সিরিজে শুটিং করেছেন তিনি। সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান।

দীর্ঘদিন পর এই ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেছেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও তাহসান জুটি। ঈদে ওটিটি প্লার্টফর্মে দেখা যাবে ‘বাজি’। সে উপলক্ষ্যে মঙ্গলবার (১১ জুন) রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন। যেখানে একমঞ্চে হাজির ছিলেন তাহসান-মিথিলা জুটি। 

এই ওয়েব সিরিজে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে।  তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেনি চরকি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।

ওয়েব সিরিজে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাহসান। তিনি বলেন, ‘বাজির গল্প দারুণ। ওটিটিতে এমন একটি কাজের মাধ্যমেই যাত্রা হোক– এটাই চেয়েছিলাম। অবশেষে সেটা হচ্ছে। আশা করি কাজটি দর্শকদের আশাহত করবে না।’

শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তাহসান বলেন, ‘আমি খুবই গর্বিত সহশিল্পীদের নিয়ে। ক্রিকেট খেলতে অনেক বেগ পেতে হয়েছে। এত বড় মাঠে ফ্লাড লাইটের আলোতে ৬ মারা, সেটা তো বডি ডাবল মারছে না। আমাকেই মারতে হচ্ছে। তো, আমার হয়তো একটা ৬ মারতে গিয়ে ২০টা বল খেলতে হয়েছে। তবে আমার এক সহশিল্পী দুই বলেই একটা করে ৬ মেরেছে।’

অনেকদিন পর তাহসানের সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত মিথিলা। তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে প্রথম একটি ওয়েব সিরিজ হলো। তাহসানের প্রথম ওয়েব সিরিজ, চরকির সঙ্গে। সম্মলিত প্রচেষ্টায় একটি ভালো কাজ করেছি। আশা করি, আপনাদের খুব ভালো লাগবে। কারণ কাজ করতে গিয়ে আমাদের বেশ ভালো লেগেছে।’

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে