বিনোদন ডেস্ক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। বিশেষ করে জিঙ্গেলে পান্থ কানাইয়ের কোন জুড়ি নেই। কিন্তু তিনি সংগীত জীবনে যতই জনপ্রিয় হন না কেন স্ত্রীর কাছে তিনি একজন স্বামী। তিনি ভালোবাসা দিবসে জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা- পাঠকদের জন্য পান্থ কানাইয়ের ভালোবাসা দিবসের কথাগুলো তুলে ধরা হলো:
ভালোবাসা দিবসে ঘুম ভাঙলো সকাল ১১ টায় .. উঠে দেখি বাচ্চা দুটো যথারীতি স্কুলে চলে গেছে .. এদিক-ওদিক তাকিয়ে দেখি আশপাশে কেউ নাই.. মনে মনে রাতে চিন্তা করে ঘুমিয়েছিলাম সকালে উঠে বৌকে খুব রোমান্টিক স্বরে বলব 'আই লাভ ইউ' ... ভালোবাসা দিবস বলে কথা ... যাইহোক, দাঁত মেজে ফ্রেস হয়ে নিলাম তারপর রান্না ঘরে গিয়ে দেখলাম বউ আমার রান্না বান্নায় ভীষণ ব্যস্ত... ভাবলাম বলি এবার যা বলব বলে রাতে চিন্তা করে ঘুমিয়েছিলাম...
সালমান খান স্টাইল এ দরজায় হেলান দিয়ে বললাম ''ওগো শুনছ ''..
বউ আমার আমি কিছু বলার আগেই... 'এই তাড়াতাড়ি নিচের দোকান থেকে আমাকে ২ কেজি আলু এনে দাও সকালে বাজার থেকে আনতে ভুলে গেসি ..যাও তাড়াতাড়ি যাও ''.....
তেঊঊঊও ঊঊঊউ টি তিতিটি করে বালাসুব্রামনিউম এর করুণ বেহালার সুর বেজে উঠলো মনে, আর আলু আনতে চলে গেলাম নিচের দোকানে ..
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম