বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১০:১৮:৫০

আনুশকা শর্মাকে এমন রূপে দেখে বিস্মিত নেটিজেনরা

আনুশকা শর্মাকে এমন রূপে দেখে বিস্মিত নেটিজেনরা

বিনোদন ডেস্ক : গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। মাঠে ব্যস্ত ভারতীয় ও পাকিস্তান ক্রিকেট টিম। গ্যালারির এক পাশে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এক ব্যক্তির সঙ্গে রেগে কথা বলছেন তিনি। তার চোখ-মুখ থেকে জড়ছে ক্রোধের আগুন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ৯ জুন অনুষ্ঠিত হয় ভারত-পাকিস্তান ম্যাচ। সেদিন গ্যালারিতে এমন রূপে ক্যামেরায় ধরা দেন আনুশকা। তবে ঠিক কি বিষয় নিয়ে এভাবে কথা বলছিলেন বিরাট ঘরনী তা অজানা।

আনুশকা শর্মাকে এমন রূপে দেখে বিস্মিত নেটিজেনরা। অনেকেই কটাক্ষ করে মন্তব্য করেছেন। ঐশ্বরিয়া নামে একজন ভিডিওর কমেন্ট বক্সে লেখেন, ‘জয়া বচ্চনকে ছাড়িয়ে গিয়েছেন আনুশকা।’ কল্যাণী লেখেন, ‘আনুশকাকে মাঠে আসতে কে বলেছেন? সে তার নবজাতকের যত্ন নিক।’ একজন লেখেছেন, ‘আনুশকা সবসময়ই এমন রেগে থাকেন।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

দীর্ঘদিন ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে চুটিয়ে প্রেম করেন আনুশকা। কিন্তু মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল। ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথম কন্যা সন্তানের মা হন আনুশকা। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের মা হন এই তারকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে