বিনোদন ডেস্ক : দিনে দিনে যেন সবাইকে অবাক করেই চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তুখোড় অভিনয় আর অনবদ্য অ্যাকশন স্টান্টের সাথে এক দিকে যেমন তিনি ঝড় তুলেছেন হলিউডে, তেমনই মাতিয়ে রেখেছেন বলিউড পাড়াকেও! তবে, কোয়ান্টিকো আপাতত ইতিহাস! বরং, নজির গড়তে চলেছে প্রকাশ ঝা-র 'জয় গঙ্গাজল'-এ নায়িকার পারফর্ম্যান্স। ছবির দ্বিতীয় ট্রেলারটা মুক্তি পাওয়ার পরে সেটা খুব স্পষ্ট ভাবে টের পাওয়া গেল।
ছবির প্রথম ট্রেলার জানিয়েই দিয়েছিল, ঠিক কতটা ডাকসাইটে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। দ্বিতীয় ট্রেলার যে তার চেয়ে খুব একটা আলাদা কিছু তুলে ধরেছে- এমনটা নয়। তবে, আরো একটু বিশাদে ছুঁয়ে গিয়েছে ছবির কাহিনিরেখা। তার সঙ্গে বাড়তি পাওনা প্রিয়াঙ্কা চোপড়াকে প্রাণ ভরে দেখা।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই