মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ০২:৩৩:২৩

একটি পেপার কাটিং নিয়ে ফের আলোচনায় জায়েদ খান

একটি পেপার কাটিং নিয়ে ফের আলোচনায় জায়েদ খান

বিনোদন ডেস্ক : বিজ্ঞাপনের মডেল হিসেবেই শোবিজ অঙ্গনে কাজ শুরু করেছিলেন এই সময়ের আলোচিত অভিনেতা জায়েদ খান। তার ক্যারিয়ারের প্রথম দিকের বিজ্ঞাপন ছিল একটি বিস্কুটের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের জিঙ্গেল ‘ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা’ ওই সময় বেশ জনপ্রিয় হয়। প্রায় দেড় দশক আগের সেই বিজ্ঞাপনটি এখনো স্যোশাল মিডিয়ায় শেয়ার হয়। প্রিয় অভিনেতার পুরোনো বিজ্ঞাপন দেখে অনেকেই আনন্দ পান।

তবে বিজ্ঞাপন নয়, এবার স্যোশাল মিডিয়ায় উঠে এলো একটি পেপার কাটিং। ‘ফিল্মের জন্য প্রস্তুত’ শিরোনামের এই কাটিং এর লেখাটি জায়েদ খানকে নিয়ে। কাটিং এ তারিখ না থাকলেও লেখা পড়ে অনুমান করা যায় এটি সেই বিজ্ঞাপন প্রচারের পরপরই লেখা একটি ফিচার।

যেখানে জায়েদের আসল নাম ‘জুলাই’। ফিচারের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে জায়েদের ওই সময়ের একটি ছবি। একই সঙ্গে সেই লেখায় বলা হয়েছে, ‘ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা’ জিঙ্গেলখ্যাত বিজ্ঞাপনটির মডেল জুলাই এখন পুরোপুরি প্রস্তুত ফিল্মের জন্য। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল চলচ্চিত্রের নায়ক হবেন।

লেখায় বলা হয়েছে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে তিনি অনার্স করছেন। মাস্টার্স করতে চান সেখান থেকেই।
লেখার মাঝে জায়েদ ওরফে জুলাইয়ের মন্তব্যও আছে। সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে জুলাই বলেন, ‘আমি আরেকটু প্রস্তুত হয়ে নেই।

সাইড বা সেকেন্ড হিরো হিসেবেও যদি কেউ ডাকেন সে ক্ষেত্রে আমার পছন্দ রিয়াজ বা ফেরদৌস। ওনাদের পাশে ছবির দ্বিতীয় নায়ক হতেও আমার আপত্তি নেই। কিন্তু অনেক প্রযোজক পরিচালক এরইমধ্যে আমাকে অন্য নায়কের সঙ্গে সেকেন্ড রোল করার অফার করেছেন, যেটা আমি চাইছি না।’

তবে পেপার কাটিং এ জুলায়ের মন্তব্য থাকলেও, পুরোনো সেই পেপার কাটিং নিয়ে মন্তব্য জানতে চাওয়া হয়ে জায়েদের। দেশের বাইরে থাকায় ফেসবুক মেসেঞ্জারে নক করা হলেও এখন তিনি সাড়া দেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে