সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৯:৪৬

মোদির সঙ্গে ডিনার করলেন আমির

মোদির সঙ্গে ডিনার করলেন আমির

বিনোদন ডেস্ক : খুব বেশিদিন হয়নি, অসহিষ্ণুতা ইস্যুতে দেশ ছাড়ার মত প্রসঙ্গ তুলে আমির একেবারে কাঠগড়ায় তুলেছিলেন নরেন্দ্র মোদির সরকারকে। তারপর আমির খানকে কম সমালোচনা শুনতে হয়নি। মোদি ভক্তদের একেবারে প্রধান টার্গেট হয়ে যান আমির। এরপর দিন গেছে, মাস গেছে।

এবারও আমির খান ও নরেন্দ্র মোদি মুখোমুখি, তবে ডিনারে। শনিবার রাতে মুম্বাইয়ের টার্ফ ক্লাবে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মোদির সঙ্গে ডিনার সারেন আমির। দেশের নামজাদা রাজনৈতিক ব্যক্তি, কূটনীতিকদের সঙ্গে আমিরের পাশাপাশি নিমন্ত্রিত ছিলেন কঙ্গনা রানওয়াতও।

'মেক ইন ইন্ডিয়া'র এই অনুষ্ঠানে মিডিয়ার কোনো প্রতিনিধিকে এই অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। প্রসঙ্গত, অসহিষ্ণুতা ইস্যুতে আমিরের পাশে দাঁড়িয়েছিলেন কঙ্গনা। দেশে অসহিষ্ণুতা চলছে বলে আমির জানিয়েছিলেন, স্ত্রী কিরন রাও এ জন্য প্রয়োজনে দেশ ছাড়তে চাইছেন।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে