বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস, প্রেমিক যুগলের কাছে ভালো লাগার দিবস। এ দিবসটি ঘিরে প্রেমিক যুগলের মধ্যে উৎসাহ উদ্দিপনার কোন কমতি নেই। তারকারাও এর থেকে বাদ যান না। তাহলে তারকাদের মধ্যে সালমান খান তো এখন ব্যাচলর, নেই গার্লফ্রেন্ডও। তাহলে তিনি কিভাবে কাটালেন এ দিনটি? তিনি কি লুলিয়ার সাথেই সময় কাটিয়েছেন?
খোঁজ নিয়ে জানা গেলো, সালমান খান লুলিয়ার সাথে ভালোবাসা দিবসের ভালোলাগা ভাগাভাগি করেন নি। তাহলে ক্যাটরিনার সাথে নিশ্চয়? না, সে-ও না। তাহলে! তাহলে কার সাথে এই বিশেষ দিবসটি ভাগাভাগি করেছেন তিনি?
সালমান এই বিশেষ দিনটি তার বেগমের সাথে ভাগাভাগি করেছেন। কাটিয়েছেন খুব সুন্দর সময়। আবার হাসি হাসি মুখে ছবিও তুলেছেন তিনি তার বেগমের সাথে। আর সেই ছবি পাওয়া গেলো টুইটারে। ভাবছেন বেগমটা আবার কে?
নির্মাতা আলি আব্বাস জাফর বানাচ্ছেন নতুন ছবি ‘সুলতান’। এতে নাম ভূমিকায় আছেন সালমান খান। আর এ ছবিতে তার বেগম চরিত্রে আছেন আনুশকা শর্মা। বর্তমানে তারা আছেন ‘সুলতান’-এর শুটিং সেটে। আর সেখানেই সালমান কাটিয়েছেন সময় তার বেগমের সাথে। আর তাদের ভালেবাসা দিবসের ভালোলাগার ক্ষণটুকু ক্যামেরা বন্দী করেছেন আলি আব্বাস জাফর। আর সেই ছবি তিনি আপ করেছেন টুইটারে।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন