সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৩:৫৪

তাহলে সালমান খানই সেই নন্দ ঘোষ?

তাহলে সালমান খানই সেই নন্দ ঘোষ?

বিনোদন ডেস্ক : কথা আছে, ‘যত দোষ, নন্দ ঘোষ’। এ অবস্থাটাই যেন হয়েছে বলিউড ভাইজান সালমান খানের। গেলো কিছুদিন আগে গুঞ্জন উঠলো যে, তিনিই নাকি রণবীর ও ক্যাটরিনার বিচ্ছেদের নেপথ্য নায়ক।

এবার বলা হচ্ছে বিরাট ও আনুশকার বিচ্ছেদের জন্য এই সালমান খানই দায়ী! এর মধ্যে আবার সদ্য বিবাহ বিচ্ছেদে যাওয়া হৃত্বিকের প্রাক্তন স্ত্রীকে নিয়ে পার্টি করেও দারুণ সমালোচনায় পড়েছেন সালমান খান। তাহলে কি বলিউডের সকল বিচ্ছেদের দায়ভার সালমান খানের কাঁধেই?

এই তো ভ্যালেন্টাইন ডে-র আগেই ব্রেক আপ হয়ে গেল আনুশকা শর্মা ও বিরাট কোহলির। বছরের শুরু থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, ভেঙে ‌যেতে বসেছে আনুশকা-বিরাটের সম্পর্ক। প্রথমে ট্যুইটার থেকে সরিয়ে দেওয়া ও তার পরে বিচ্ছেদের খবর প্রকাশ্যে। বলিউড সূত্রের খবর, বিরাট কোহলির ডমিনেট করাটাকে পছন্দ করছিলেন না আনুশকা। একসঙ্গে চলার ক্ষেত্রে তা বাধাও হয়ে দাঁড়াচ্ছিল।

গত বছরের শেষের দিকে আনুশকাকে বিয়ের প্রস্তাব দেন বিরাট। কেরিয়ারের কথা মাথায় রেখে সেই প্রস্তাব ফিরিয়ে দেন আনুশকা। সেই কারণেও দুজনের মধ্যে ফাটল তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছিল। মূলত সেটাই প্রথম ধাক্ক ওই বোল্ড রিলেশনে।

বিরাটের মতো এতবড় এক প্রতিভার প্রস্তাব ফেরানো, ইগোতে লাগতেই পারে ক্রিকেট তারকার। কিন্তু তার পরেও একটা নতুন জল্পনা ভাসছে বলিউডের অন্দরে। শোনা ‌যাচ্ছে সুলতান-এ সালমানের সঙ্গে কাজের অফার নেওয়াকে মেনে নিতে পারেননি বিরাট।

সূত্রের খবর, সুলতান-এ সালমান খানের সঙ্গে কাজ করার কথা নাকি বিরাটকে বলেছিলেন আনুশকা। বিরাট সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা বলেন। আনুশকা শেষ প‌র্যন্ত তা করেননি। এতেই রেগে ‌যান বিরাট কোহলি।

‘এনএইচ ১০’ করার পর আনুশকা হাতে অনেক ছাবির অফার। বিরাট নাকি চাইছিলেন না সেই অফার নিন আনুশকা। বরং কেরিয়ারের গতি অনেকটাই কমিয়ে দিন। সম্প্রতি তিনটি ছবি তৈরি করছেন আনুশকা। একটিতে নিজে অভিনয় করছেন। সবেমিলিয়ে এখন কেরিয়ারের তুঙ্গে আনুশকা।

এখন ‘সুলতান’ ও এ ‘দিল হ্যায় মুসকিল’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ‘এনএইচ ১০’ এর নায়িকা। এই অবস্থায় আবার বিরাট চাপ সামলাতে পারলেন না আনুশকা। তবে বিরাটের ধারণা, সালমান খানই তাদের বিচ্ছেদের মহা-নায়ক।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে