বিনোদন ডেস্ক : বলা নেই কওয়া নেই, হুট করেই বাগদান সেরে ফেললেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি! সত্যিই কি তিনি বাগদান সারলেন! এ নিয়ে জল্পনারও শেষ নেই। চলছে নানা গুঞ্জনও।
ব্যাপারটা ঘটে ভালোবাসা দিবসের প্রথম প্রহরে ঠিক রাত ১২ টা ১ মিনিটে। এসময় পরীমনি তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, হাতে হাত রাখা। আর তাতে ক্যাপশন লিখেন, ‘ইতিহাস করে রাখব ভালোবাসা। কথা দিলাম।’
এ ব্যাপারে পরীমনি জানিয়েছেন, ‘আমি নিজেও বুঝতে পারিনি কী করে কী হয়ে গেল। ভালোবাসা আসলেই এক আজব জিনিস। এবার বাস্তবে তা অনুধাবন করলাম। তাই বাগদানটা সেরে ফেললাম।’
তাহলে কার সাথে বাগদান সারলেন, কে সেই হবু বর? এ প্রসঙ্গে পরীমনি বললেন, ‘বিষয়টি চমক হিসেবে রাখতে চাই। তবে এটুকু বলব, তিনি একজন ব্যবসায়ী।’ বাগদানের পর তো বিয়ের পালা। কিন্তু সে খবর জানাতে নাকি আরও তিন বছর লাগবে!
এদিকে পরীমনির বাগদানের বিষয়টি কতটা সত্যি, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন আলোচনায় থাকার জন্যই নাকি এমনটা করেছেন তিনি। এ ব্যাপারে পরীমনির দাবি, ‘কে কী বলল, তাতে আমার কিছু যায়-আসে না। আমি বাগদান সেরে ফেলেছি, এটা শতভাগ নিশ্চিত।’
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন