সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১১:২৫

ঢাকাই সিনেমার তিন নায়িকার লড়াই

ঢাকাই সিনেমার তিন নায়িকার লড়াই

বিনোদন ডেস্ক : বর্তমানে ঢাকাই সিনেমায় বিদ্যা সিনহা মীম, মাহিয়া মাহী ও নুসরাত ফারিয়া আছেন তুমুল লড়াইয়ে। জনপ্রিয়তার শীর্ষ স্থানটি ধরে রাখার জন্য তারা লড়াই করছেন নিজ নিজ অবস্থান থেকে।

আর ক’দিন পরই মুক্তি পেতে যাচ্ছে এই তিন নায়িকার নতুন তিন ছবি। আর এসব ছবি দিয়ে তারা লড়াই করবেন দর্শক মন জয় করতে। তবে শেষ পর্যন্ত কে হাসবেন সুখের হাসি?

এরই ভেতরে সিনেমা হলে চলছে বিদ্যা সিনহা মীমের ‘সুইটহার্ট’। ফাল্গুন ও ভালোবাসা দিবসের মতো মোক্ষম সময়ে ছবিটির কালেকশন এখন অব্দি আশাব্যঞ্জক। তবে দীর্ঘদিনের ক্যাম্পেইনে মীম আর বাপ্পীর এই অনস্ক্রীন কেমিস্ট্রি দর্শকদের কতটা মুগ্ধ করবে এটাই এখন দেখার বিষয়।

অন্যদিকে সবসময়ের খামখেয়ালী নায়িকা মাহী সম্প্রতি হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’তে কাজ করার সুযোগ পেয়েও ছবিটির প্রিমিয়ারে দেরী করে এসে সমালোচিত হয়েছেন। মেহের আফরোজ শাওন পরিচালিত এই ছবিটি নিয়ে আলোচনাও রয়েছে ব্যপক।

সবমিলিয়ে মাহিকে অন্য ইমেজে দেখবেন এই ছবির মাধ্যমে। মাহীর জন্যও এই ছবিটি নতুন টার্ণিং। ছবিটি মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারী। তবে দেখার বিষয় হচ্ছে এ ছবিতে মাহিকে কতটা গ্রহণ করেন দর্শক।

এদিকে নুসরাত ফারিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ ওই দুই ছবির মাঝেই মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে আছেন কলকাতার ওম। যদিও ওম নিজেই বলছেন তার আগের ছবিগুলো তেমন চলেনি। এখন এই ছবিটিতে কতটা সুবাতাস বয় সেটিই দেখার বিষয়।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে