বিনোদন ডেস্ক : পশ্চিম বাংলার অন্যতম পুরোনো রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’। বরাবরের মতোই টালিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এ শো প্রতি সোম থেকে শনিবার বিকাল ৫টায় সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত ৮টা থেকে দেখা যায় এ শো।
এবার শুরু হয়েছে দিদি নাম্বার ওয়ানে জেলায় জেলায় লড়াই! ২০ জেলার দিদিদের মধ্যে সেরা কে হবেন সেটির খোঁজ চলছে জি বাংলার এ জনপ্রিয় রিয়েলিটি শোতে।
কোন জেলার কোন প্রতিযোগীর মাথায় উঠবে বাংলার সেরা দিদি নাম্বার ওয়ানের মুকুট, সে প্রতিযোগিতা এখন চলছে।
জি বাংলার সূত্রে জানা গেছে, চার সপ্তাহ ধরে চলা এই জেলা ভার্সেস জেলার লড়াই শুরু হয়েছে গত ২৪ জুন থেকে। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত রোজ একটি করে জেলার চার প্রতিযোগী অংশ নেবেন এ অনুষ্ঠানে। তাদের মধ্যে প্রতি জেলার যিনি সর্বোচ্চ নম্বর স্কোর করবেন, তাদের নিয়ে শনিবার করে একটি উইকলি ফিনালের আয়োজন করা হবে। চার সপ্তাহ পর যে চার জেলা প্রতি সপ্তাহের উইকলি ফিনালে জিতবেন, তাদের চারজনকে নিয়ে সেই রোববার গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হবে। সেখানে যিনি জিতবেন তিনি পাবেন বাংলার সেরা দিদি নাম্বার ওয়ানের খেতাব।
উল্লেখ্য, জেলা ভার্সেস জেলার লড়াইয়ে অংশ নিচ্ছেন ২০ জেলার দিদিরা। এখানে মোট ২০টি লিগ এপিসোড, ৪টি উইকলি ফিনালে এবং একটি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই এই খেলার ধরন— এ রিয়েলিটি শোর বিষয়ে দর্শকদের আগ্রহ আরও বেশি বাড়িয়ে তুলবে। সূত্র: হিন্দুস্তান টাইমস