সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫১:০০

ঢাকায় আসছেন জিৎ

ঢাকায় আসছেন জিৎ

বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার ‌‘বাদশা’ শিরোনামের ছবিতে অভিনয় করবেন কলকাতার সুপারস্টার জিৎ। তার বিপরীতে আছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। ছবিটি নির্মাণ করবেন ‘বস’খ্যাত নির্মাতা বাবা যাদব। এ ছবির শুটিং এ অংশ নিতে ঢাকায়ও আসছেন জিৎ।

এদিকে ছবিটির জন্য লোকেশন দেখতে এরই মধ্যে ঢাকায় এসেছেন ছবিটির পরিচালক। ৪ মার্চ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ক্যামেরা ওপেন হবে 'বাদশা'র। তবে জিৎ ১১ মার্চ থেকে শুটিংয়ে অংশ নেবেন।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে 'বাদশা' ছবির শুটিং শুরু হচ্ছে। গাজীপুর, পুবাইল, ঢাকার কিছু সিনেমা হল, কারওয়ানবাজার বস্তিসহ লালবাগ কেল্লায় এর শুটিং হবে। এছাড়া আশুলিয়ার একটি শুটিং স্পটেও এর শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে।

কয়েকদিন আগে জিৎ অভিনীত 'প্রেম করেছি বেশ করেছি' মুক্তি পেয়েছে। ছবিটিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কোয়েল মলি্লক। এছাড়া জিতের উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে 'বস', 'বন্ধন', 'ফাইটার', 'দুই পৃথিবী', 'সাথী', 'গেইম', 'জোর', 'আওয়ারা', 'সাথীহারা', 'পার্টনার' প্রভৃতি।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে