বিনোদন ডেস্ক : বিয়ে করার জন্য মনের মত প্রেমিক পাচ্ছেন না ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়িকা রত্না। তিনি এ ব্যাপারে তার ভক্তদের সহযোগিতা চেয়েছেন। একটি দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই বললেন।
বিয়ে সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমার বিয়ে এবার খুব তাড়াতাড়িই হবে। আর প্রেম করেই বিয়ে করতে যাচ্ছি। তবে মনের মতো প্রেমিক পাচ্ছি না। সারাদেশে ভক্তদের এ বিষয়ে সহযোগিতা চাচ্ছি (হা হা হা ..)’।
রত্নার হাতে বর্তমানে নতুন কোন ছবি না থাকলেও তার অভিনীত ‘পরান পাখি’, ‘নষ্ট মুন্না’, ‘অরুণ বরুণ কিরণ মালা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। এই নায়িকা এখন আর বাণিজ্যিক কোন ছবিতে কাজ করবেন না। তবে আর্টফিল্ম ও জীবন নির্ভর ছবির প্রস্তাব পেলে কাজ করতে আগ্রহী।
রত্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে রাজধানীর ক্যাপিটেল ল কলেজে এলএলবি কোর্সে পড়াশুনা করছেন। পড়াশুনারও চাপ বেশি থাকাই কাজেও হাত দিতে পারছেন না। তবে তিনি এরই মধ্যে সরকারি অনুদানের ছবি ড্যানি সিডাকের পরিচালনায় ‘কাসার থালায় রূপালী চাঁদ’-এ অভিনয় করছেন। ছবিটির কাজ এখনও বাকী আছে।
রত্না অভিনয়ের পাশাপাশি একটি সিনেমাও প্রযোজনা করেছেন। তবে নতুন করে ছবি প্রযোজনার চিন্তা আপতাত নেই তার। তবে সিনেমা ব্যবসার অবস্থা ভালো হলে তিনি আবারও প্রযোজনা করবেন বলে জানিয়েছেন।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন