বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের সাথে বিচ্ছেদের পর থেকে বিষাদ বুকে করেই আছেন রণবীর কাপুর। তবে এবার তিনি ক্যাটরিনা অধ্যায় শেষ করে দিলেন। তার জীবনেও নাকি এসেছে নতুন ভালোবাসা! অবাক হয়ে যাচ্ছেন?
অবাক হওয়ার কিছু নেই। ক্যাট সুন্দরীর সঙ্গে রণবীরের নতুন প্রেমিকার কোনও মিল নেই ঠিকই। কিন্তু ক্যাটের থেকে তাকে কোনও অংশে কম ভালবাসেন না রণবীর। নায়কের ‘নতুন ভালোবাসা’ একটি নীল রেঞ্জ রোভার গাড়ি। হুম ঠিকই পড়ছেন।
কয়েক মাস আগেই একটি সাদা অডি এ-এইট গাড়ি কিনেছিলেন রণবীর। আগে থেকেই তার কালেকশনে একটি লাল অডি এ-এইট, মার্সিডিজ বেঞ্জ জি সিক্সটি থ্রি এবং একটি রেঞ্জ রোভার ছিলই। তবুও মুম্বাইতে এখন এই নতুন গাড়িটি নিয়ে ঘুরছেন তিনি।
এমনিতে ‘গাড়ি প্রেমিক’ রণবীর নতুন নতুন গাড়ি কিনতে পছন্দ করেন। কিন্তু তার এই নীল রেঞ্জ রোভার গাড়িটি কেনার কারণ হিসেবে অনেকেই ব্রেক-আপ জল্পনাকে সামনে আনছেন। বলিউডের একটা বড় অংশের মতে, বিরহের দুঃখ ভুলতেই নিজের জন্য এই বিলাসবহুল গাড়িটি কিনেছেন রণবীর।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন