সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪২:৪২

ঢাকাই সিনেমার বেহাল দশায় বিরক্ত রিয়াজ

ঢাকাই সিনেমার বেহাল দশায় বিরক্ত রিয়াজ

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার বেহাল দশায় বিরক্ত হয়ে এবার নিজেই ছবি বানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। তার মতে ছবি ঠিক মতো না চলার জন্য দায়ী পরিচালকরা।

একটি দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানা রিয়াজ। তার মতে পরিচালকেরাও ব্যর্থ হচ্ছেন প্রযোজকের লগ্নি করা টাকা ফেরত এনে দিতে। দিন দিন বাংলাদেশি ছবির দর্শকেরা হল-বিমুখ হয়ে পড়ছেন।

রিয়াজ বলেছেন, ‘ছবি না চলার প্রধান দায় পরিচালকের। তিনি যদি ভালোভাবে ছবি নির্মাণ করতে ব্যর্থ হন, তাহলে তো দর্শক হল থেকে মুখ ফিরিয়ে নেবেই! এটাই স্বাভাবিক। আমাদের এই দেশে এখন যে কেউ চাইলেই তো সিনেমার পরিচালক হয়ে যাচ্ছেন। এদের বেশির ভাগেরই গল্প, অভিনয়, গান, সম্পাদনা, স্ক্রিপ্টিং, স্ক্রিনপ্লে সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নেই। তাই ভাবছি, নিজেই ছবি পরিচালনা শুরু করব।’

তিনি বলেন, ‘চলচ্চিত্রে আমার যে অভিজ্ঞতা, তা দিয়ে এখন যেসব ছবি তৈরি হচ্ছে, তার চেয়ে অনেক ভালো মানের ছবি আমার পক্ষে বানানো সম্ভব। ভালো মানের পৃষ্ঠপোষক পেলে, তবে কাজটি শুরু করে দেওয়ার কথা ভাবছি।’

রিয়াজ বলেন, ‘প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়ে প্রতারিত হচ্ছেন দর্শক। এখন আরেকটা ব্যাপার খুব লক্ষণীয়, যেকোনো ছবির ট্রেলার দেখে খুব ভালো লাগে, প্রেক্ষাগৃহে গিয়ে ঠিক ততটাই হতাশ হতে হয়; যা খুবই দুঃখজনক।’ সূত্র: প্রথম আলো
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে