সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০১:৪৮

ইট মারছে মারুক, তবু শুটিং বন্ধ করব না : শাহরুখ খান

ইট মারছে মারুক, তবু শুটিং বন্ধ করব না : শাহরুখ খান

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড বাদশার গাড়ি লক্ষে করে হিন্দুত্ববাদী একটি সংগঠন ইট ছুড়ে হামলা চালিয়েছে। আহমেদাবাদে তার শুটিং বন্ধের দাবীতেও তারা সক্রিয় রয়েছে। তবে শাহরুখ খান বলেছে, ইট পড়েছে পড়ুক, তবুও শুটিং বন্ধ হবে না।

শাহরুখ খান তার আগামী ছবি ‌‘রইস’-এর শুটিংয়ের জন্য আপাতত আহমেদাবাদেই রয়েছেন কিং খান। আর শুটিং শেষ হলে, তবেই আহমেদাবাদ থেকে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।

অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলার পর থেকে শাহরুখ খানকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকি, শাহরুখ পাকিস্তানে চলে যান বলেও বিভিন্ন সময় বিভিন্নভাবে দাবি করা হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের তরফে। ওই ঘটনার পর থেকে কখনও আমির খান আবার কখনও করণ জহর এক এক সময় এক একজনকে দেখা গিয়েছে অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলতে। আর তার জেরেই এবার রইস-এর শুটিং ঘিরে বিপাকে পড়তে হলো শাহরুখকে l কিন্তু, রবিবারের ঘটনার পরও আহমেদাবাদে শুটিং করবেন বলেই স্পষ্ট জানিয়েছেন শাহরুখ।

সূত্রের খবর, রবিবার আহমেদাবাদের একটি ধর্মীয় স্থানে শুটিং করার কথা ছিল শাহরুখ খানের। সময় মত সেখানে পৌঁছন তিনি। এরপর গাড়ি পার্ক করতে গেলে, আচমকাই তার গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।

বিশ্ব হিন্দু পরিষদের বেশ কিছু কর্মী, সমর্থক শাহরুখের গাড়িতে  ইট ছুঁড়তে শুরু করেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কিন্তু, তার আগেই চম্পট দেয় ওই বাইক আরোহীরা। যদিও, ঘটনার পর পরই বাড়িয়ে দেওয়া হয় শাহরুখের নিরাপত্তা ব্যবস্থা।

প্রসঙ্গত, এর আগে রাজস্থানেও একবার ছবির প্রমোশনে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল শাহরুখ খানকে। ওই সময় দিলওয়ালের প্রমোশনে গিয়ে অসুবিধায় পড়েছিলেন কিং খান।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে