বিনোদন ডেস্ক : নানা গুণের অধিকারি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তিনি শুধু অভিনয় নয়, পাশাপাশি গাইতেও পারেন বেশ দারুণ। তিনি বলিউডের শক্তিমান অভিনেতা শক্তি কাপুরের কন্যা। তাই গুণবতী না হলে কি আর হয়?
বলিউডে সফল হতে গেলে হাতে থাকা চাই পর্যাপ্ত ছবি। তবে সেই সফলতার সিঁড়ি বেয়ে উপরে যেত নতুন এক মন্ত্র দিয়েছেন শ্রদ্ধা কাপুর। তিনি বলেছেন, তাকে ছবিতে নিলে অভিনয়ের পাশাপাশি সেই ছবির জন্য গানও গাইবেন তিনি।
এদিকে নতুন ছবি ‘বাঘি’তে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা। এই ছবির একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। আর তাই অনেকে মনেও করছেন, তার এই মন্ত্র সত্যি সত্যিই কাজ করতে শুরু করেছে, তার প্রমাণও মিলেছে।
এদিকে এই মন্ত্র দেয়ার পর থেকে তিন-তিনটা ছবির জন্য চুক্তি স্বাক্ষর করেছেন শ্রদ্ধা কাপুর। ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে একজন কলেজপড়ুয়া উঠতি গায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি। আর এই ছবিতে যে শ্রদ্ধার গান থাকবে, তা তার চরিত্রটিই বলছে।
অবশ্য ভিত্তিও কম মজবুত নয় নতুন প্রজন্মের এই অভিনেত্রীর। শৈশব থেকেই বলিউডের সঙ্গে সম্পর্ক তার। বাবার সঙ্গে নিয়মিত শুটিং স্পটে আসা-যাওয়া করতে করতেই ‘রাজাবাবু’ ছবিতে ‘লুঙ্গি’ পরে নাচ, ‘তোহফা’ ছবিতে বাবা শক্তি কাপুরের সেই বিখ্যাত সংলাপ, ‘আও মিস ললিতা’ কিংবা ‘চালবাজ’ ছবির ‘ম্যায় নানহা সা ছোটা সা বাচ্চা হু’ আওড়ানো ছিল শ্রদ্ধার সবচেয়ে পছন্দের কাজ।
শ্রদ্ধা কাপুরের খালা পদ্মিনী কোলহাপুরীও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। মা সংগীতশিল্পী শিবাঙ্গী কোলহাপুরী ও খালা পদ্মিনীকে দেখেই গানের প্রতি আগ্রহ জন্মেছিল শ্রদ্ধার। আর এভাবেই একসময় হয়ে যান গানের মানুষ।
শ্রদ্ধা কাপুর পড়েছে বোস্টন বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে। এর পর একটা সময় সিদ্ধান্ত নিয়েই বলিউডে পা রাখার। এরই মধ্যে আদিত্য রায় কাপুরের বিপরীতে শ্রদ্ধা কাপুরের জুটিকে একালের অন্যতম সেরা জুটি হিসেবে চিহ্নিত করছেন অনেকে। স্বল্প সময়ের ক্যারিয়ারের একটা পর্যায়ে হলিউডের স্যার বেন কিংসলে, বলিউডের অমিতাভ বচ্চনের সঙ্গে ‘তিনপাত্তি’ ছবিতে অভিনয়ের সুযোগও পেয়েছেন শ্রদ্ধা।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন