বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কার্ড প্রকাশ করে রীতিমতো হৈচৈ বাধিয়ে দিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী? পরে জানা গেল, রেজাউর রহমানের ওয়েব ছবি ‘৩৬-২৪-৩৬’-এর প্রচারণার কৌশল এটি। এই ছবি ও সমসাময়িক অন্যান্য প্রসঙ্গে দীঘির সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ। এক সপ্তাহ হলো ওয়েব ছবিটির প্রচারণায় নেমেছেন দীঘি।
গতকাল করেছেন ফটোশুট। সামনে আছে সাংবাদিক সম্মেলন। সেদিনই ঘোষণা আসবে, কবে মুক্তি পাবে ছবিটি। বেশ আগেই শুটিং শেষ হয়েছে ‘৩৬-২৪-৩৬’-এর।
দীঘির সঙ্গে অভিনয়ে আছেন আবু হুরায়রা তানভীর, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সারসহ অনেকেই। ছবিটিতে প্রিয়ন্তী নামের তরুণী দীঘি। তার বিয়েকে কেন্দ্র করেই গল্প। দীঘি বলেন, “নামটা শুনে অনেকে হয়তো ‘বডি শেমিং’-এর বিষয়টি সামনে আনতে পারেন।
আসলে সেটা নয়, দেখলেই বুঝতে পারবেন মজার একটা গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। প্রচারণার কৌশল নিয়ে আমার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি আলোচনা করেছিল। একটি কনসেপ্টও শেয়ার করেছিল বিয়ের কার্ড নিয়ে। আমি রাজি হই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি। বিষয়টি নিয়ে অনেক মজাও হয়েছে। আমার বন্ধুরা পর্যন্ত ভুল বুঝেছে, মনে করেছে সত্যিই আমি বিয়ে করছি। তবে এখন সব পরিষ্কার।
সম্পর্কে নেই, বিয়ে তো দূর
বিয়ে নিয়ে একটা রব যেহেতু উঠেই গেছে, সত্যি সত্যি বিয়েটা তিনি কবে করবেন? দীঘি বলেন, ‘বিয়েশাদি নিয়ে ভাবছিই না। এখন ফোকাস শুধু পড়াশোনা আর অভিনয়ে। বিয়ে জীবনের একটা অপরিহার্য বিষয়, এটা মানি। তবে পাঁচ-সাত বছরের আগে এ নিয়ে চিন্তা করতে চাই না। আমার পরিবারও সেটা চায়।’
কোনো প্রেমের সম্পর্কে বাঁধা পড়েননি তো? সেটাও জানালেন ‘মুজিব’ অভিনেত্রী, ‘আশপাশের মানুষ জানে, বড্ড ঠোঁটকাটা স্বভাবের মেয়ে আমি। লুকোছাপাও পছন্দ করি না। আমি কোনো রিলেশনে নেই। থাকলে কবেই বলে দিতাম। চুরি তো করতাম না, একটা সম্পর্কই তো শুধু করতাম।’