মঙ্গলবার, ০৯ জুলাই, ২০২৪, ০৮:১৩:৩২

শাকিব খানের ‘তুফান’ দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মেও?

শাকিব খানের ‘তুফান’ দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মেও?

বিনোদন ডেস্ক : দর্শক চাহিদার তুঙ্গে ‘তুফান’। ঈদুল আজহায় মুক্তির প্রথম দিন থেকেই শাকিবের এই সিনেমা দেখতে দেশের সমস্ত হলে উপচেপড়া ভিড়। টিকিট পেতেও হিমশিম খাচ্ছেন দর্শকরা। এবার জানা গেল, পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে শাকিব খান অভিনীত ‘তুফান’।

ইনডিপেনডেন্ট ডিজিটালের অনুসন্ধানে দেখা গেছে, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তুফান। তবে অধিকাংশ লিংকই ডাউন করে দেওয়া। তারপরও সচল রয়েছে কিছু প্ল্যাটফর্মে।

রাফীর বক্তব্য সত্য নয়, বললেন দেবরাফীর বক্তব্য সত্য নয়, বললেন দেব এ বিষয়ে সিনেমাটির অন্যতম প্রযোজনা সংস্থা আলফা-আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‌‘তুফান এমন ধরনের সিনেমা, যেটি হলে বসে দেখাই শ্রেয়। আর, মুক্তির প্রথম দিন থেকেই পাইরেসি ঠেকাতে আমাদের একটা দক্ষ টিম কাজ করছে। অনলাইনে যেসব প্ল্যাটফর্মে টুকটাক পাইরেটেড কপি এসেছিল সেগুলো তারা ইতিমধ্যে ডাউন করে দিয়েছে। এরপরও সিনেমাটি যদি কোথাও অনলাইনে আসে, সাথেসাথেই তারা সেটার বিষয়ে কাজ করছে। পাইরেসি যে-ই করুক না কেন, তাঁর বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।’

বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে চলছে তুফান। গত ২৮ জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে এটি। অন্যদিকে, গত ৫ জুলাই সিনেমাটি মুক্তি পায় ভারতে।

নব্বই দশকের পটভূমিতে গ্যাং''স্টারধর্মী গল্পে তুফান পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে শাকিব খান রয়েছেন দ্বৈত ভূমিকায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে