বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত ছবি ‘দাবাং’-এর চুলবুল পাণ্ডে তথা সালমান খানকে এবার মোম দিয়ে তৈরি করা হলো। বিশ্ব বিখ্যাত আর্টিস্ট ওয়াল্ট উইজার্ড সালমানের এই মুর্তি তৈরি করছেন।
এর আগে এই আর্টিস্ট হলিউড নায়ক ব্রুস লি, সিলভেস্টর স্ট্যালনের মোমের স্ট্যাচু বানিয়েছেন। এবার তারা সালমান খানে দাবাং ছবির চুলবুল পাণ্ডের চরিত্রটি মোম দিয়ে তৈরি করে ধরে রাখতে চাইছেন।
প্রসঙ্গত, বলিউডি সুপারস্টার সালমান খানের জনপ্রিয় ছবি দবাংয়ের নায়ক চরিত্র হল চুলবুল পাণ্ডে। পুলিশে চাকরি করা চুলবুল খুবই রঙিন চরিত্রের। এই চুলবুল পাণ্ডে চরিত্রটি এখনও অনেকের মনে দাগ কাটে।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন