বিনোদন ডেস্ক : পর্দায় যেমন, সংসার জীবনেও মোশারফ করিম তেমন। মোশারফ ও রোবেনা রেজা জুঁই সুখী এক দম্পতি। এই সুখী দম্পতি ভালোবাসা দিবসে কি করলেন? কিভাবেই বা কাটিয়েছেন এই বিশেষ দিনটি?
জানা গেছে, শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার বিশেষ দিনটিতে মনের মানুষটিকে ভালোবাসার কথা জানাতে ভুলেননি তিনি। রোববার দুপুরে সেই ছবিটাই মোশাররফ তার ফেসবুক ফ্যান পেইজে ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করেন।
দীর্ঘ চার বছর প্রেম করার পর ২০০৪ সালে মনের মানুষ রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে ঘর বাঁধেন মোশাররফ করিম। তারপর থেকে প্রতিটি ভালোবাসার দিবসেই দুজন দুজনকে শুভেচ্ছা জানিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় রোববার বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই লাল গোলাপ দিয়ে স্ত্রী জুঁইকে শুভেচ্ছা জানান মোশারফ। আর সেই অন্তিম মুহূর্তের ছবিটা নিজের ফেসবুক ফ্যান পেইজে ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করে তাতে লিখেন, ‘আজ সকালে তোলা, ভালোবাসার ছবি’।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন