সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৩:৩৭

আবারো রাজপুত্রের প্রেমে জ্যাকলিন!

আবারো রাজপুত্রের প্রেমে জ্যাকলিন!

বিনোদন ডেস্ক : শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ সম্প্রতি শুটিংয়ে গিয়েছিলেন আবু ধাবিতে।  শুটিং শেষে জন আব্রাহাম ও বরুণ ধাওয়ান দেশে ফেরত এলেও রয়ে যান জ্যাকলিন।

এ নিয়েই জল ঘোলা হচ্ছে বি-টাউনে।  বলা হচ্ছে, পুরনো প্রেমিক বাহরাইনের রাজকুমার শেখ হাসান বিন রাশিদ আল খালিফার সঙ্গে মজেছেন তিনি।
এক সময় রাজপুত্রের সঙ্গে তার ছবি নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। সমালোচনা উঠেছিল সুদূর বাহরাইনেও।  ধারণা করা হয়েছিল, তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন।

তবে গল্পটা সেখানেই শেষ হয়ে গিয়েছিল।  এরপর জ্যাকলিনের জীবনের মোড় ঘুরেছে নানা দিকে।  পরিচালক সাজিদ খান, পরবর্তীকালে সালমান খানের সঙ্গেও কম জড়াননি তিনি।

মা-বাবার সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অজুহাতে আবুধাবিতে পাড়ি পুরনো ইস্যুটাই আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে।   

জানা গেছে, জ্যাকলিন তার আগের প্রেমিক রাজকুমার রাশিদের সঙ্গেই সময় কাটাচ্ছেন।  জ্যাকলিনের জন্য নাকি রাজকুমারের দুটি রোলস রয়েস ও অন্য দামি গাড়ি হাজির থাকে সব সময়।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে