সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৭:২৭

যেসব কারণে প্লাস্টিক সার্জারি করতেন মাইকেল জ্যাকসন

যেসব কারণে প্লাস্টিক সার্জারি করতেন মাইকেল জ্যাকসন

বিনোদন ডেস্ক : বিশ্বে পপ সংগীতের সম্রাট বলা হয়ে থাকে মাইকেল জ্যাকসনকে। তিনি একাধারে গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেতা ও ব্যবসায়ী ছিলেন। তুমুল জনপ্রিয় এই তারকা এখন আর নেই। তবুও রয়েছে তার হাজার কোটি ভক্ত অনুরাগী।

বাবা জো জ্যাকসন ছিলেন একজন ইস্পাত শ্রমিক। তিনি ছিলেন ব্যান্ডদলের গিটার বাদক। আর মা ক্যাথরিন জ্যাকসন চমৎকার একজন পিয়ানোশিল্পী ছিলেন। এই দম্পতির ঘরেই ১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রে জন্ম মাইকেল জ্যাকসনের। ১০ ভাই-বোনের মধ্যে অষ্টম ছিলেন মাইকেল জ্যাকসন। শৈশবে ভাই-বোনদের সঙ্গে দুরন্তপনা করেই কেটেছে জ্যাকসনের সময়।

তবে মাইকেল জ্যাকসন কিন্তু কৌতুক পছন্দ করতেন ভীষণভাবে। যার কারণে তিনি জনপ্রিয় কমেডি সিরিজ ‘দ্য থ্রি স্টুজেস’-এর বিশাল ভক্ত ছিলেন। তবে মজার ব্যাপর হলো, তিনি কিন্তু ভীষণ রকম ভয় পেতেন কাতুকুতু। এই কাতুকুতু দিয়ে খুব সহজেই তাকে কাবু করা যেত। তবে জানেন কি, এই তিনিই কিন্তু ভয়ংকর প্রজাতির সাপ পুষতেন। যে সাপটির নাম রেখেছিলেন তিনি ‘মাসলস’ আর ‘ক্রাশার’ নামের অজগরও ছিল তার।

মাইকেল জ্যাকসনের ভক্তদের মধ্যে বরাবরই একটা আগ্রহ ছিল যে, তিনি বারবার কেন এত প্লাষ্টিক সার্জারি করাতেন? এ নিয়ে জ্যাকস ভক্তদের আগ্রহের কোন কমতি কোন কালেই ছিল না।

তাহলে কেন? এই কেনর উত্তর জানতে গিয়ে জানা গেছে, মাইকেল জ্যাকসন ১৯৭৯ সালে একটি নাচের অনুশীলনে আঘাত পেয়ে নাক ভাঙেন। প্রথমবারের মতো তার ভাঙা নাকে প্লাস্টিক সার্জারি করতে হয়। এরপর পেপসি’র বিজ্ঞাপনের শুটিং এ গিয়ে চুলে আগুন ধরে যায়। সেসময় মাথার তালুতে থার্ড ডিগ্রি বার্ন নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ক্ষত ঢাকতে পুনরায় প্লাস্টিক সার্জারি করতে হয়। এ ঘটনায় অবশ্য তিনি ক্ষতিপূরণ বাবদ পেয়েছিলেন দেড় মিলিয়ন ডলার। তবে সে সব ডলার তিনি হাসপাতালে দান করেন।

ওই দু’টি ঘটনার পর আরো কয়েকবার তিনি প্লাস্টিক সার্জারি করেন। যতবারই তিনি এ কাজ করেছেন ততবারই শিরোনাম হয়েছেন সংবাদ মাধ্যমের। অনেকে বলেন, ব্রুক শিল্ডকে অসম্ভব পছন্দ করতেন মাইকেল। বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু ব্রুক রাজি হননি। এই দুঃখ ঢাকতেও তিনি চেহারায় খানিকটা বদল আনেন।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে