বিনোদন ডেস্ক : তিন সন্তানসহ ডেমোনিয়াকে একাকী ফেলে চলে গিয়েছিলেন স্বামী। একসময়ে নিজের তিন সন্তানের জন্য জামা কিনতে পারতেন না ডেমোনিয়া। কিন্তু এখন তার অর্থের অভাব নেই।
কীভাবে এই অসাধ্য সাধন হলো? শুনে অবাক হচ্ছেন? কিন্তু এটাই বাস্তব। তিন সন্তানসহ ডেমোনিয়াকে একাকী রেখে স্বামী চলে গিয়েছিলেন। সেই শুরু লড়াই। কোনোমতে তিন সন্তানের মুখে দু’বেলা দু’মুঠো তুলে দিতেন। সেই ডেমোনিয়া এখন হাইপ্রোফাইল ম্যাগাজিনের কভার পেজকে আলোকিত করে রাখেন।
একদিন ডেমোনিয়া তার একটি সেল্ফি ফেসবুকে পোস্ট করেন। অনলাইনে মডেল খুঁজে বেড়ানো এক সংস্থার চোখে পড়ে ডেমোনিয়ার ছবি। তারপর যোগাযোগ। শুরু নিতান্তই এক গৃহবধূ।
তিন সন্তানের মাকে মডেল করে তোলার প্রক্রিয়া। পোল্যান্ড থেকে ডেমোনিয়াকে তিন সন্তানসহ আনা হয় ইংল্যান্ডে। বাকিটা যেন রূপকথার উত্থান।
এ মুহূর্তে মডেল হিসেবে ডেমোনিয়ার জনপ্রিয়তা চরমে। অনলাইনে অনুগামীর সংখ্যা কবেই লাখের ঘর পেরিয়েছে। ‘আমাজন’-এ রয়েছে ডেমোনিয়ার উইশ লিস্ট। যেখান থেকে তার জন্য উপহার কিনে পাঠান সব ফ্যানেরা।
কী বলছেন ডেমোনিয়া? তার কথায়, একসময়ে বাচ্চাগুলোর দিকে তাকাতে কষ্ট হত। মনে হত, কীভাবে ওদের বাঁচাব? জানি, অনেকেই বলবেন অন্যরকম। কিন্তু আমার বাচ্চাগুলো ভালো আছে।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম