বিনোদন ডেস্ক : সময় এখন অনেক বদলেছে। এখন আর মহিলারা শুধু পুরুষের সাফল্যের কারণ হয়েই খুশি হন না। এখন বিভিন্ন ক্ষেত্রে পুরুষের সঙ্গে সমান টেক্কা দিচ্ছেন এমনকি বহু ক্ষেত্রে তাদের টেক্কা দিয়ে বেরিয়েও যাচ্ছেন। পুরুষ কিন্তু এখন আর তার জীবনের একমাত্র নিরাপত্তার উৎস হয়ে নেই। বলিউডের কথাই ধরা যাক, দীপিকা, প্রিয়াঙ্কা, কঙ্গনা, ক্যাটরিনা বলিউডের অভিনেত্রীরা এখন তো ইন্ডাস্ট্রিকে একপ্রকার শাসন করছে বললেও ভুল বলা হবে না। আর তাই তো বলিউডে এমন বহু ত্রিশ বছরের বেশি বয়সী অভিনেত্রী রয়েছেন যারা এবছর ভ্যালেন্টাইনস ডে রয়েছেন একাকী। এই তালিকায় কারা কারা আছেন, আসুন দেখে নেওয়া যাক।
প্রিয়াঙ্কা চোপড়া : বলিউডের সিমানা ছাড়িয়ে হলিউডেও এখন আলোচনার নাম প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া আপাতত ক্যারিয়ারেই মনোনিবেশ করতে চান। আর তাই এখন সম্পর্ক গড়ার কথা ভাবছেনই না তিনি। সম্প্রতি, 'বাচ্চার জন্ম দেয়া ছাড়া তার জীবনে পুরুষ মানুষের কোনো প্রয়োজন নেই' বলে মন্তব্য করে আলােচনায় এসেছিলেন প্রিয়াঙ্কা।
অমৃতা রাও : এবছরই ৩৪-এ পা দিয়েছেন অমৃত। তবে আপাতত বিয়ের ভাবনা নেই। এই ভ্যালেন্টাইন আপাতত একাই কাটাচ্ছেন অমৃতা।
নার্গিস ফকরি : বিদেশীনি এই অভিনেত্রী ৩৬ বছরের গণ্ডি পেরলেও এবছর নিজের ভ্যালেন্টাইন খুঁজে পেলেন না।
নেহা ধুপিয়া : বলিউডে সেভাবে ক্যারিয়ার গ্রাফ উঠছে না। ব্যক্তিগত জীবনেও একাকীত্বই আপাতত সঙ্গী নেহার।
আমিষা পটেল : ৩৯ বছর বয়সে এসেও কাউকে অনন্ত আমিষা বলে উঠতে পারলেন না কহোনা প্যায়ার হ্যায়।
তনিষা : সুপারহিট অভিনেত্রী কাজলের ছোট বোন বিগ বস-এ আরমান কোহলির সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় থাকলেও সেই সম্পর্ক আজ অতীত। তাই এবছর আপাতত একাকীত্বেই কাটছে তনিষার।
ঊর্মিলা মাতণ্ডকর : এক সময়ের অালোচিত অভিনেত্রী ঊর্মিলা। বহুদিন হল বড়পর্দায় দেখা যাচ্ছেনা তাকে। ঊর্মিলাও এবছর একাই কাটাচ্ছেন ভ্যালেন্টাইনস ডে।
প্রতি জিন্তা : নেস ওয়াদিয়ার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আর কোনো সম্পর্কে জড়াননি প্রীতি।
টাবু : বলিউডে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন ৪৪ বছরের এই অভিনেত্রী। কিন্তু ভ্যালেন্টাইন হিসাবে বর্তমানে কেউ নেই বলেই দাবি তাবুর।
সুস্মিতা সেন : বিশ্বসুন্দরী, অভিনেত্রী সুস্মিতা সিঙ্গল মাদারের ভূমিকা খুব ভাল ভাবে পালন করছেন। বিভিন্ন সময়ে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালেও বর্তমানে সম্পর্কেও সিঙ্গল স্ট্যাটাসেই রয়েছেন তিনি।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই